আরজি করের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। বহু মানুষের বিবেক জাগ্রত হয়েছে। অনেকেই নতুন ভাবে নতুন আঙ্গিকে ভাবতে শুরু করেছেন বিষয়গুলো নিয়ে। সমাজে নারীর অবস্থান আজও সুরক্ষিত নয়। মেয়েদের শরীর নিয়ে নোংরা মশকরা, তাদের গায়ে হাত তোলা কিংবা কোনও মহিলাকে মনে মনে চিন্তা করে হস্তমৈথুন করা, এই চিরাচরিত বিষয়ের বিরোধিতা হতে শুরু করেছে। এবার সেই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিলেন গায়ক অনিন্দ্য বোস (Anindya Bose)।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবার কিরণ দত্ত ঘোষণা করেন তিনি আর কোনও ভিডিওতে মেয়েদের শরীর নিয়ে নোংরা মশকরা করবেন না। তিনি এতদিন যা কিছু বলেছেন কোনও কিছু না বুঝেই বলেছেন। এর ফলাফল যে কতটা গভীর হতে পারে, এতদিনে তিনি তা টের পেয়েছেন। তাই কিরণ দত্ত এই পথ থেকে সরে দাঁড়ালেন। একইভাবে ‘শহর’ এর অনিন্দ্য বোসও স্বীকার করলেন তার ভুলের কথা।
অনিন্দ্য ফেসবুকে সম্প্রতি একটা লম্বা পোস্ট করেছেন। তাতে তিনি জানিয়েছেন তিনি জীবনে অনেক মেয়ের গায়ে হাত তুলেছেন। নিজের পৌরুষত্ব ফলিয়েছেন মেয়েদের উপর মাতব্বরি করে। এমনকি মেয়েদের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছেন। দুর্ব্যবহার করেছেন। মনে মনে কোনও মহিলাকে কল্পনা করে হস্তমৈথুন করেছেন। তিনি নিজেও ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন। প্রকাশ্যে সেসব স্বীকার করে নিয়ে হালকা হলেন অনিন্দ্য।
অনিন্দ্যর কথায়, তিনি তার মা, বোন, দিদি, মাসি, পিসি, বান্ধবী, স্ত্রী, প্রেমিকা থেকে শুরু করে কন্যা, সকলের সঙ্গেই দুর্ব্যবহার করেছেন। সেই সঙ্গে সমাজের দিকেও আঙ্গুল তুলেছেন তিনি। সমাজ কীভাবে আজও ছেলে এবং মেয়ের মধ্যে বিভেদ করে, কীভাবে ছোট থেকেই মনের মধ্যে পৌরুষত্ব ঢুকিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে, সেটাও তিনি লিখেছেন তার পোস্টে। কিন্তু তিনি ভুলটাকে ভুল হিসেবে স্বীকার করতে রাজি। আত্ম সমালোচনা করে অনিন্দ্য এই স্বীকারোক্তি দিয়ে প্রকৃত মানুষ হতে চেয়েছেন।
আরও পড়ুন : প্ল্যানচেটে কথা বললো আরজি করের নির্যাতিতা, প্রকাশ করলো খুনীদের নাম
আরও পড়ুন : কেন সামনে আসছেন না আরজি কর নির্যাতিতার প্রেমিক? কেন আড়ালে থাকছেন তিনি?
গায়কের কথায় এই স্বীকারোক্তি তাকে মানসিক শান্তি দিয়েছে। অনেক যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছে। নয়তো তিনিও নিজেকে এতদিন ভন্ড বলে ভাবছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এবার তার কন্ঠ আরও বেশি বলিষ্ঠ হবে। তিনি পুরুষ হিসেবে নয়, এবার থেকে মানুষ হিসেবে প্রতিবাদ কর্মসূচীতে পা মেলাবেন।