রাতারাতি সিরিয়াল ছাড়লেন তেঁতুলপাতার অভিনেত্রী! হঠাৎ কী হল?

বর্তমানে টিআরপি তালিকা তে বেশ ভালই ফলাফল করছে স্টার জলসার তেঁতুল পাতা সিরিয়ালটি। জি বাংলার একসময়ের বেঙ্গল টপার নিম ফুলের মধুকেও পেছনে ফেলে দিয়েছে এই সিরিয়াল। প্রত্যেক সপ্তাহেই স্লট লিডার হয়ে সেরা দশের মধ্যে থাকে তেঁতুল পাতা। সেই তেঁতুলপাতাতে এবার এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ সিরিয়াল ছেড়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী। রাতারাতি কি কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

তেঁতুল পাতা থেকে ব্রেক নিলেন অনিন্দিতা রায়চৌধুরী

তেঁতুল পাতার সিরিয়ালের সিরিয়াল পিসি ওরফে অনিন্দিতা বর্তমানে প্রেগন্যান্ট। হাতে আর খুব বেশিদিন সময় নেই, ৮ মাসের গর্ভবতী তিনি। তবে গর্ভাবস্থাতেও এতদিন চুটিয়ে কাজ করে গিয়েছেন তিনি। কিছুদিন আগেই তেঁতুল পাতার সেট থেকে অনিন্দিতাকে সাধ খাওয়ানো হয় ধুমধাম করে। এতদিন কাজ করতে পারলেও এবার তাকে ছুটি নিতেই হবে। কারণ ডেলিভারির দিন এগিয়ে আসছে। ‌

 Anindita Roy Chowdhury

কবে মা হবেন অনিন্দিতা?

আগামী মার্চ মাসের মাঝামাঝিই সন্তানের জন্ম দেবেন অনিন্দিতা রায়চৌধুরী। হাতে আর এখন এক মাসও সময় নেই। এতদিন বেবি বাম্প নিয়েও ক্যামেরার সামনে অসাধারণ অভিনয় করেছেন অনিন্দিতা। তার অভিনয়ে কখনও ফুটে ওঠেনি তার প্রেগনেন্সির কথা। বরং প্রেগনেন্সির মধ্যেও সমান তালে চেঁচিয়ে চেঁচিয়ে সম্পূর্ণ এনার্জির সঙ্গে ঋষির পিসির চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।। কিন্তু আপাতত এক মাস থাকে বিশ্রাম নিতেই হচ্ছে।

আরও পড়ুন : নিম ফুলের মধু ছেড়ে নতুন সিরিয়ালে ‘সৃজন’ রুবেল দাস! নায়িকা কে?

 Anindita Roy Chowdhury

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! বহুদিন পর আবার সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

তেঁতুল পাতা কি ছেড়েই দেবেন অনিন্দিতা?

অবশ্য অনিন্দিতা যে পাকাপাকিভাবে সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন এমনটা নয়। তিনি শুধুমাত্র ডেলিভারির জন্যই আপাতত কাছ থেকে ব্রেক নিয়েছেন কিছুদিনের জন্য। সন্তানের জন্ম দিয়ে আবারও কিছুদিনের মধ্যেই তেঁতুল পাতায় ফিরে আসবেন সিরিয়াল পিসি। গর্ভাবস্থাতেও যে তিনি স্বচ্ছন্দে অভিনয় করতে পেরেছেন এতদিন এর সম্পূর্ণ ক্রেডিট তিনি দিয়েছেন তার সহকর্মীদের। কারণ তাদের সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল না।