খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু। এনগেজমেন্ট, আইবুড়ো ভাতের পর এবার সম্প্রতি তাদের আশীর্বাদ এর অনুষ্ঠান হল। সেই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তারা। তারপরে শেয়ার করলেন এমন এক ভিডিও যা দেখে সোশ্যাল মিডিয়া সরগরম। প্রকাশ্যেই একে অপরকে চুম্বন করে ভিডিও ইনস্টাগ্রামে ছাড়লেন এই তারকা জুটি। যা দেখে অনেকেই তীব্র সমালোচনা করছেন।
এনগেজমেন্ট পার্টির একটি রিলস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অনন্যা এবং সুকান্ত। ভিডিও শুরুতে দেখা গেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের আপনজনেরা। একে একে তারা সরে গেলেন আর ক্যামেরা হবু বর ও কনের দিকে পড়তেই প্রকাশ্যেই লিপলক করলেন তারা। এই ভিডিও শেয়ার হতেই তাদের ভক্তরা ক্ষুন্ন হলেন। তারাও এর ঘোর বিরোধিতা করছেন।
কেউ লিখলেন, “সবকিছু এভাবে পাবলিক করা ঠিক নয়, কিছু প্রাইভেট থাকা উচিত।” কেউ লিখলেন, “তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি। তবে তোমরা দুজন যেটা করলে এটা আমি আশা করিনি।” তবে অনেকেই তাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন। কেউ কেউ আবার যারা কটাক্ষ করছেন তাদের জবাব দিলেন অনন্যা এবং সুকান্তর হয়ে।
আরও পড়ুন : সব নায়িকাকে ছেড়ে কেন জয়াকেই বিয়ে করলেন অমিতাভ বচ্চন?
View this post on Instagram
আরও পড়ুন : প্রথম সপ্তাহেই বাজিমাত দুগ্গামণির! এই সপ্তাহে কে হল বেঙ্গল টপার?
গত ছয় মাস ধরে পরিকল্পনা করে বেশ ধুমধাম করেই এনগেজমেন্টের অনুষ্ঠান করলেন অনন্যা এবং সুকান্ত। অনন্যা বর্তমানে জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালে অভিনয় করছেন। আর সুকান্ত একটি বড় কোম্পানিতে চাকরি করার পাশাপাশি ইউটিউব ভ্লগার হিসেবেও বেশ পরিচিত। আগামী বছর তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গিয়েছে।