কেন বাংলা সিরিয়ালে এখন আর অভিনয় করেন না সুবর্ণলতা? বিস্ফোরক অনন্যা চ্যাটার্জী

অনন্যা চ্যাটার্জী, বাংলা সিরিয়াল তথা টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর অন্যতম বড় কাজ ছিল ‘সুবর্ণলতা’ সিরিয়াল। তবে বহু বছর আগেই সিরিয়াল জগত ছেড়েছেন অনন্যা। এখন আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না তাকে। কিন্তু কেন সিরিয়াল ছেড়ে দিলেন এই অনন্যা? ভবিষ্যতে কী তিনি আর কখনও অভিনয় দুনিয়াতে ফিরবেন না? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলা সিরিয়ালের মান নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক বয়ান দিলেন অভিনেত্রী।

অনন্যাকে শেষবার জয় কালী কলকাত্তাওয়ালী সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেও প্রায় কয়েক বছর আগেকার কথা। এরপর আর টিভি সিরিয়ালে কখনও দেখা যায়নি তাকে। এই কারণ হিসেবে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন বাংলা সিরিয়ালের মান দিনে দিনে অনেক নিচু স্তরে গিয়েছে। এখনকার সিরিয়ালের কনটেন্টগুলো খুবই রিগ্রেসিভ। তিনি যখন অভিনয়ের দুনিয়াতে ছিলেন সেই সময় ভালো ভালো কনটেন্ট টিভির পর্দায় তুলে ধরা হত। যাতে প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে কাজ করা যায়, তাতেই সচেষ্ট থাকতেন সকলে।

 Ananya Chatterjee

কেন সিরিয়ালে অভিনয় ছেড়ে দিলেন অনন্যা চ্যাটার্জী?

অনন্যার কথায়, “সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি। আমি আর পিছিয়ে যেতে চাই না। আবার পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।”

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল, নায়ক Fahim Mirza! নায়িকা এই জনপ্রিয় অভিনেত্রী

 Ananya Chatterjee

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! চিরসখাকে জায়গা দিতে একসঙ্গে স্লট হারালো এই ২ সিরিয়াল

তবে এখানেই শেষ নয়, অনন্যা কিন্তু জানিয়েছেন তিনি যে আর কোনদিন সিরিয়ালে ফিরবেন না এমন কথা তিনি বলছেন না। যদি ভবিষ্যতে এমন কোনও বিষয়, চরিত্র বা প্লট পান যেটা তার পছন্দ, তবেই একমাত্র তাকে আবার সিরিয়ালে দেখা যাবে। নয়তো দেখা যাবে না।