একতারা হাতে প্রথম লাইভ শো’তে গান গাইলেন অনন্যা, মন্ত্রমুগ্ধ দর্শকরা

বাংলার সারেগামাপা এবং হিন্দির সারেগামাপার (Sa Re Ga Ma Pa) দৌলতে বাংলার মেয়ে অনন্যা চক্রবর্তীকে (Ananya Chakraborty) আজ গোটা দেশ চেনে। একতারা হাতে নিয়ে জাতীয় মঞ্চে গান শুনিয়ে এসেছেন অনন্যা। হিন্দি সারেগামাপাতে বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া, শংকর মহাদেভানদের প্রশংসা এবং আশীর্বাদ পেয়েছেন বাংলার মেয়ে। এবার একটি লাইভ শোতে তার পারফরমেন্সে আরও একবার মুগ্ধ হলেন শ্রোতারা।

হিন্দি সারেগামাপার অডিশনের দিন ‌ বাউল এবং হিন্দি গানের সংমিশ্রণে ‘দিশেহারা কেমন বোকা মনটা রে’ গান গেয়ে শুনিয়েছিলেন তিনি। লাইভ পারফরম্যান্সে আরও একবার সেই গান শুনিয়ে শ্রোতাদের থেকে দারুণ প্রশংসা পেলেন অনন্যা। প্রিন্টেড হল্টার ড্রেস, রঙিন ফিতে দিয়ে বাঁধা চুল, গলায় অক্সিডাইজড জুয়েলারি ও হাতে একটা একতারা, অনন্যার গানের পাশাপাশি নজর কেড়েছে তার বেশভূষাও।

Ananya Chakraborty will Singh on Himesh Reshammiya`s Song on Bollywood

purnima Studio ফেসবুক পেজ থেকে অনন্যার এই লাইভ প্রোগ্রাম ভিডিওটি ভাইরাল হয়। এরপর Agamani Studio Live নামের একটি ইউটিউব চ্যানেল থেকেও ভিডিওটি আবার আপলোড করা হয়। হাজার হাজার মানুষ অনন্যার এই লাইভ পারফরম্যান্স দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মুগ্ধ হয়ে প্রশংসা করছেন তারা।

সারেগামাপা থেকে সেরার সেরা শিরোপা পাননি অনন্যা। তবে তার অসাধারণ গায়কীতে আজ তাকে গোটা দেশের মানুষ চেনেন। জাতীয় মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার পর বলিউডের তাবড় তাবড় গায়ক এবং সেলিব্রিটিদের নিজের গান শুনিয়ে মুগ্ধ করেছেন অনন্যা। সকলের প্রশংসা এবং ভালোবাসা পেয়েছেন তিনি। সঙ্গে ভক্ত এবং শ্রোতাদের ভালোবাসাও উপচে পড়ছে তার জন্য।

অনন্যার গান শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শ্রোতারা। অ্যালবাম এবং সিনেমাতে প্লেব্যাক করা ছাড়াও সেলিব্রিটি গায়ক এবং গায়িকাদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লাইভ শোয়ের আয়োজন করা হয়। তেমনই এক লাইভ প্রোগ্রাম থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। অনন্যার কন্ঠে বাউল গান শুনতেই বেশি পছন্দ করেন শ্রোতারা। বিশেষত ‘মনটা রে’ গানটা যেন তার কণ্ঠের জন্যই তৈরি! এমনটাই দাবি ভক্তদের।