ঘড়ির দামে গোটা বিশ্ব ঘোরা যায়! বিশ্বের সবথেকে দামি ঘড়ি পরেন অনন্ত আম্বানি

বিশ্বের সবথেকে দামি ঘড়ি পরেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani)। বহুমূল্য এই ঘড়ি গোটা পৃথিবীতে মাত্র ৩টি রয়েছে। যার মধ্যে একটি রয়েছে অনন্তর কাছে। এই ঘড়ির শুধু দাম নয়, ফিচার্স শুনলে ঘুরে যাবে মাথা।

নীল রংয়ের ডায়ালের এই ঘড়ির দিকে তাকালে যেন মনে হয় এটি জমে বরফ হয়ে গিয়েছে। ঘড়ির মধ্যে জলদস্যুদের প্রতীক খোদাই করা আছে। এটি একটি সুইস ঘড়ি, যা চুনি এবং নীলা দিয়ে তৈরি। রিচার্ড মিলে RM 52-04 স্যাফেয়ার ব্র্যান্ডের এই ঘড়ির দাম ২৬ লক্ষ ২৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৫১ লক্ষ ৯০ হাজার টাকার সমান।

ANANT AMBANI`S WATCH

শুধু এই ঘড়িটিই নয়, অনন্তর সংগ্রহে রয়েছে আরও অনেক দামি দামি ঘড়ি। এর মধ্যে অন্যতম গ্র্যান্ডমাস্টার চাইম। যেখানে ঘড়ির আসল ডায়াল ছাড়াও আরও দুটি আলাদা ডায়াল রয়েছে। পাটেক ফিলিপ সংস্থার এই সবুজ রঙের ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১৮ কোটি টাকা।

আরও পড়ুন : মুকেশ আম্বানি বউয়ের এই ৫টি শাড়ি কিনে নিতে পরে যেকোনও বিলাসবহুল বাড়ি

আরও পড়ুন : অনন্ত-রাধিকার বিয়েতে কে কী উপহার দিলেন? লিস্ট দেখলে ঘুরে যাবে মাথা

অনন্ত আম্বানির ঘড়ি নিয়ে এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়াতে চর্চা হয়েছে। সম্প্রতি স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অনন্ত। তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। অনন্তর হাতের ঘড়িটির দিকেই নজর আটকেছে নেট নাগরিকদের। সমাজ মাধ্যমে বিস্তর আলোচনা হচ্ছে এই ঘড়িকে কেন্দ্র করে।