এক রাতের ভাড়া ১৯ লাখ টাকা! হানিমুনে কোথায় গেছে অনন্ত-রাধিকা?

অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) গ্র্যান্ড ওয়েডিং সেলিব্রেশন গোটা বিশ্ব দেখেছে। ভারতে হালফিলে এত ধুমধাম করে এতদিন ধরে রাজকীয় বিয়ে সেরকম একটা দেখা যায়নি। প্রথম থেকেই অনন্ত এবং রাধিকার বিয়ে নিয়ে দারুণ হাইপ ছিল। বিয়ের পর এবার হানিমুনের পালা। স্বাভাবিকভাবেই হানিমুনের জন্য অনন্ত এবং রাধিকা যেখানে গেছেন সেই জায়গাও বিলাসিতায় কিছু কম যায় না।

অনন্ত এবং রাধিকা কোস্টারিকায় গিয়েছেন হানিমুন কাটানোর জন্য। প্যারিস অলিম্পিক থেকে দুজনে সেখানে চলে গিয়েছেন। গত ১ লা আগস্ট তারা কোস্টারিকা পৌঁছান। তাদের জন্য লাক্সারি ফোর সিজন রিসোর্ট কাসালাস ওলাস বুক করা হয়েছে। এখানে ছয়টি বেডরুম আছে। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই রিসোর্ট ১৮ হাজার ৪৭৫ স্কয়ার ফিটের উপর তৈরি করা হয়েছে।

Anant-Radhika Honeymoon

বাইরে হোক বা ভেতরে, লাক্সারি ফোর সিজন রিসোর্ট কাসালাস ওলাস দেখলে ধাঁধিয়ে যাবে চোখ। এখানে রয়েছে সুইমিং পুল, প্রাইভেট বার, এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা। শিশুদের জন্য আলাদা সুযোগ-সুবিধাও রয়েছে। এক রাতের জন্য এই রিসোর্ট ভাড়া করতে হলে খরচ হয় ২৩ হাজার ডলার। অর্থাৎ প্রায় ১৯ লক্ষ টাকা খরচ হয়।

আরও পড়ুন : শাহজাহানের গয়না থেকে কোহিনূরের হীরে! কী কী রয়েছে নীতা আম্বানির কাছে?

ANANT AND RADHIKA

আরও পড়ুন : অনন্ত-রাধিকার বিয়েতে কে কী উপহার দিলেন? লিস্ট দেখলে ঘুরে যাবে মাথা

অনন্ত এবং রাধিকার বিয়ে হয়েছিল গত ১২ ই জুলাই। তবে তাদের প্রি ওয়েডিং চলেছিল প্রায় এক বছর ধরে, বিভিন্ন সময়ে। বলতে গেলে তাদের প্রি ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল তিনবার। তাতেও ছিল রাজকীয় ব্যবস্থা। আর বিয়েতে তো বসেছিল চাঁদের হাট। দেশ-বিদেশের নামিদামি তারকারা এসেছিলেন। ব্যবসা-বাণিজ্য থেকে বিনোদন, বিশ্বসেরা তারকাদের কেউই বাদ ছিলেন না আম্বানির নিমন্ত্রিতদের তালিকায়। ১৪ই জুলাই রিসেপশনের আয়োজন হয়েছিল। বিবাহ পরবর্তী অনুষ্ঠানের আয়োজন হয় লন্ডনে।