সিরিয়াল ছেড়ে সিনেমায় নামতেই বাজিমাত নায়িকার! পেলেন সেরার সেরা পুরস্কার

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আনন্দলোক পুরস্কার ২০২৫ বিতরণী অনুষ্ঠান। টলিউডের সেরা সেরা অভিনেতা এবং অভিনেত্রীদের হাতে উঠল পুরস্কার। এই তালিকার যেমন টলিউড নায়িকারা রয়েছেন, তেমনি রয়েছেন সেইসব অভিনেত্রীরা যারা বাংলা সিরিয়াল থেকে সবেমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। শুভশ্রী গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্তের পাশাপাশি এই তালিকায় রয়েছে অনেক নামিদামি নাম। কারা কোন বিভাগে পুরস্কার পেলেন? দেখে নিন এক নজরে।

শুরুতেই আসা যাক সেরা অভিনেত্রী বিভাগে। এই বিভাগে পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী এবং সৌমিতৃষা কুন্ডু। ঋতুপর্ণাকে আউটস্ট্যান্ডিং কনস্ট্রিবিউশন টু সিনেমা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। কালরাত্রি ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিঠাই সিরিয়াল খ্যাত সৌমিতৃষা কুন্ডু। এই সিরিজের জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন অয়ন চক্রবর্তী। সন্তান সিনেমার জন্য সেরা সহ অভিনেত্রীর‌ সম্মান পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। এছাড়া বাবলি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী।

 Subhashree Ganguly

সন্তান একইসঙ্গে তিন তিনটে পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক হিসেবে সম্মান পেয়েছেন রাজ চক্রবর্তী এবং নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋত্বিক চক্রবর্তী। পদাতিক সিনেমার জন্য ক্রিটিক্স বিভাগের সেরা পরিচালকের সম্মান পেলেন সৃজিত মুখার্জি। এই সিনেমাতেই সেরা সহ অভিনেত্রী বিভাগে পুরস্কার পেলেন মনামী ঘোষ। বহুরূপী সিনেমার জন্য কৌশানী মুখার্জীকেও দর্শকদের পছন্দের সেরা অভিনেত্রী হিসেবে আনন্দলোক পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সমকামীতা থেকে এমএমএস ফাঁস! রিয়া সেনের জীবনের রয়েছে অনেক বিতর্ক

Kothha

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসবেন মিঠাইয়ের ‘পিঙ্কিজি’! আলাপ করুন অনন্যার হবু বরের সঙ্গে

শুধু সিনেমা এবং সিরিজ নয়। সিরিয়াল বিভাগেও ছিল পুরস্কার। স্টার জলসার কথা সিরিয়াল থেকে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী ও সেরা খলনায়িকার পুরস্কার পেলেন যথাক্রমে সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে এবং অর্পিতা মুখার্জী। অন্যদিকে খাদান সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রী পুরস্কার পেলেন ইধিকা পাল। খাদান সিনেমাতে কিশোরী গানের জন্য পুরস্কার পেলেন অন্তরা মিত্র। অন্যদিকে মানিক বাবুর মেঘ সিনেমার জন্য বিচারকদের পছন্দের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন চন্দন সেন। বাদ গেলেন না টোটা রায়চৌধুরীও। যাহা বলিব সত্য বলিব সিরিজের জন্য তাকে ওটিটির সেরা অভিনেতা নির্বাচন করা হয়েছে।