বদলে গেল আনন্দীর টাইম স্লট! বন্ধের মুখে জি বাংলার কোন সিরিয়াল?

বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার একাধিক সিরিয়াল এখন বন্ধের মুখে। সেই তালিকাতে ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরার সিরিয়াল ‘আনন্দী’র নামটাও ঢুকে পড়েছিল। সদ্য আনন্দীর স্লট ছিনিয়ে নিয়েছে চিরদিনই তুমি যে আমার। আগামী ১০ই মার্চ থেকে এই সিরিয়াল জি বাংলার পর্দায় সন্ধ্যে সাড়ে ছটায় সম্প্রচারিত হবে। তাহলে ‘আনন্দী’র কী হবে? অবশেষে সিদ্ধান্তের কথা জানালো জি বাংলা। বদলে গেল আনন্দের সম্প্রচারের সময়সূচী।

আনন্দী সিরিয়ালের নতুন স্লট

সন্ধ্যা ছয়টা থেকে সাতটা, দু-দুটি নতুন সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা। আসছে তুই আমার হিরো এবং চিরদিনই তুমি যে আমার। নিম ফুলের মধু বন্ধ করে সেই জায়গায় তুই আমার হিরো আর চিরদিনই তুমি যে আমার সরিয়ে দিল আনন্দীকে। আনন্দী সিরিয়াল বন্ধ হওয়ার খবর কার্যত হতাশ করেছিল দর্শকদের। কিন্তু এখন শোনা যাচ্ছে নীলাঞ্জনা শর্মার প্রযোজনার এই সিরিয়াল এখন বন্ধ হবে না। স্লট বদল হয়ে সন্ধ্যে সাড়ে ৫ টায় সম্প্রচার হবে।

Anandi

কোন সিরিয়ালের জায়গা নিল আনন্দী?

নীলাঞ্জনা শর্মার মেগা সিরিয়ালকে জায়গা দিতে বন্ধের মুখে প্রসেনজিৎ চ্যাটার্জীর অমর সঙ্গী। নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদুলির এই মেগা সিরিয়াল প্রথমে দুপুরের স্লট পেয়েছিল। তারপর সেখান থেকে বিকেলে এবং বিকেল থেকে সরিয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটায় সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোন ভাবেই টিআরপিতে এঁটে উঠতে পারেনি। তাই এবার পাকাপাকিভাবে অমর সঙ্গী বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন : যিশুর শেষ চিহ্নটুকু মুছে ফেললেন নীলাঞ্জনা! নিলেন কঠিন সিদ্ধান্ত

Anandi

আরও পড়ুন : সারেগামাপার পর আসছে ডান্স বাংলা ডান্স! থাকবে একাধিক চমক

আনন্দী সিরিয়ালের নতুন প্রোমো

সম্প্রতি আনন্দীর নতুন প্রোমো শেয়ার করে সিরিয়ালের নতুন টাইম স্লট জানিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা দিতে যাচ্ছে আনন্দী। তার হাতে এডমিট কার্ড এবং পেন তুলে দিল আদিদেব। কিন্তু সেই পেনের মধ্যে রয়েছে বম্ব। খুললেই ঘটবে বিস্ফোরণ, মারা যাবে আনন্দী। আনন্দীর কিন্তু পেনটা দেখেই সন্দেহ হয়। এরপরই দেখা যায় পরীক্ষার হলে বিস্ফোরণ হয়েছে। জানলা দিয়ে আগুনের হলকা বের হতে দেখে আনন্দীর নাম ধরে চিৎকার করে ওঠে আদিদেব। এই টানটান পর্বের সম্প্রচার হবে ১০ই মার্চ থেকে, নতুন স্লটে।