টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে মহিলা খলনায়িকাদের মধ্যে সেরার সেরা হলেন অনামিকা সাহা (Anamika Saha)। ৩০০ এর বেশি বাংলা ছবিতে (Bengali Cinema) তিনি কাজ করেছিলেন এক সময়। এখন তাকে বাংলা সিরিয়ালেও কাজ করতে দেখা যাচ্ছে। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও দর্শকরা আজও তাকে ‘বিন্দুমাসি’ বলে মনে রেখেছেন। গ্রামগঞ্জের মানুষের কাছে এখনও এটাই তার পরিচয়।
একসময় বাংলা ছবির পর্দায় তার দাপট দেখলে থরহরিকম্প হতেন দর্শকরা। এখন অবশ্য তিনি দজ্জাল পিসিমা কিংবা শাশুড়ি মা বা সৎ মায়ের চরিত্রে অভিনয় করেন না। তবে দীর্ঘ ১৭ বছরের অভিনয় কেরিয়ারে তিনি খলনায়িকা হিসেবেই সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এবার নতুন এক বাংলা ছবিতে তাকে আবার খলনায়িকার ভূমিকাতে দেখবেন দর্শকরা।
সৌভিক দে ‘বরফি’ নামের একটি ছবি পরিচালনা করতে চলেছেন। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অনামিকা। তাকে মুখ্যমন্ত্রীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে। একজন মুখ্যমন্ত্রী দায়িত্বে আসার পর অন্যান্য মন্ত্রীদের কীভাবে শাসন করেন বা কোনও সমস্যার সমাধান কিভাবে করেন সেটাই দেখানো হবে গল্পে।
এক সত্য ঘটনা অবলম্বনে নাকি এই ছবিটি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। তবে অনামিকার চরিত্রটি এখানে কাল্পনিক। আর সেই কারণে তিনি রাজি হয়েছেন এই ছবিতে অভিনয় করতে। শুধু একটিমাত্র শর্তে তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
অনামিকা পরিচালককে সাফ বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। তাই তিনি উল্টোপাল্টা কিছু থাকলে ছবিতে অভিনয় করবেন না। পরিচালক তাকে আশ্বস্ত করেছেন। আর সেই কারণেই পর্দাতে আবার বিন্দুমাসি সাজতে রাজি হয়েছেন অনামিকা। তাছাড়া এমন চরিত্র তার মনের খুবই কাছের।
দর্শকদের কাছে তিনি যে প্রভুত জনপ্রিয়তা পেয়েছেন তা তার এমন ভয়ংকর চরিত্রগুলির কারণেই। তার বেশিরভাগ ছবির সংলাপ আজও দর্শকদের মুখস্ত। একজন শিল্পীর কাছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে? নতুন এই ছবিতে অনামিকার সঙ্গে অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, অরিত্র দত্ত বণিক এবং অন্যান্যরা।