হাতে নেই কাজ, সেভিংস ভাঙ্গিয়ে কাটছে দিন! চরম দুর্দশায় দিন কাটছে অনামিকা চক্রবর্তীর

হাতে নেই কাজ! মাসের পর মাস সেভিংস ভাঙ্গিয়ে দিন গুজরান করতে হয়েছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে (Anamika Chakraborty)। ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের হিয়া যেমন তেমন কোনও অভিনেত্রী নন। একাধিক জনপ্রিয় সিরিয়ালের মুখ হয়েছেন তিনি। তবুও কিছুদিন আগে পর্যন্ত চরম দুর্দশায় ভরা ছিল তার জীবন। চরম হতাশা ঘিরে ধরেছিল তাকে।

‘রাজযোটক’ সিরিয়ালের বনি কিংবা ‘এখানে আকাশ নীলে’র হিয়া, নায়িকা হিসেবে যতগুলো সিরিয়াল করেছেন, সবকটি সিরিয়াল থেকেই দর্শকদের খুব ভালো ফিডব্যাক পেয়েছেন অনামিকা চক্রবর্তী। কিন্তু বিগত কয়েক বছর ধরে তার হাতে তেমন কাজ নেই। নায়িকা ছেড়ে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে হচ্ছে তাকে। একসময় নায়িকা হিসেবে যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, চরম অর্থ কষ্টে পড়ে এখন তাকে বাধ্য হয়ে পার্শ্ব চরিত্রেও ‘হ্যাঁ’ বলতে হচ্ছে।

Anamika Chakraborty

আসলে বিগত কিছু সময় ধরে শারীরিক সমস্যাতেও ভুগতে হচ্ছে অনামিকাকে। হঠাৎ করেই তার ওজন অনেকটা বেড়ে যায়। চেহারা ভারী হয়ে যাওয়ার কারণে তাকে আর কাজ দেওয়া হচ্ছিল না। দিনের পর দিন একপ্রকার বেকার হয়েই ছিলেন তিনি। সংসার চালাতে তাকে সেভিংস ভাঙ্গাতে হয়েছিল। তিনি খুবই কষ্ট পেতেন এটা রেখে যে সবাই কাজ করছে আর তিনি বাড়িতে বসে আছেন। চূড়ান্ত হতাশা ভর করেছিল তার মনে।

অনামিকা ভীষণই চঞ্চল এবং হাসিখুশি স্বভাবের মেয়ে। তিনি বরাবরই খুবই পরিশ্রমী। যে কারণে ইন্ডাস্ট্রিতে যখন তিনি পা রাখেন তখন অনেকেই বলেছিলেন অনামিকা অনেকদূর যাবেন। কিন্তু শারীরিক সমস্যার কারণে তিনি আচমকাই এই দৌড়ে পিছিয়ে পড়েন। দিনের পর দিন বাড়িতে থাকতে থাকতে অনামিকা মানসিকভাবেও ভেঙে পড়ছিলেন। কিন্তু তিনি হার মানার পাত্রীও নন। অনামিকা তাই হাল ছাড়েননি। অবশেষে ইন্ডাস্ট্রিও মুখ তুলে তাকিয়েছে তার দিকে।

আরও পড়ুন : রাতারাতি বদলে গেল জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়িকার মুখ! এলেন নতুন অভিনেত্রী

Anamika Chakraborty

আরও পড়ুন : জি বাংলার ‘ডায়মন্ড দিদি’ আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

এখন জি বাংলার ‘মিঠিঝোরা’ সিরিয়ালের নায়ক অনির্বাণের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অনামিকা। এখানে তার চরিত্রটি নেগেটিভ। এর আগে ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালেও নেগেটিভ চরিত্র করেছিলেন অনামিকা। নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকার চরিত্রেও তাকে দারুণ মানায়। তাই পিছিয়ে পড়লেও ইন্ডাস্ট্রিতে আবার নিজের পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া অনামিকা।