Didi No. 1-এ মমতা ব্যানার্জী, রোস্ট করে ধুয়ে দিল অ্যামিউজিং রি

আমিউজিং রি ইউটিউবের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। প্রধানত রোস্টিং ভিডিওর দৌলতে তার অনেক জনপ্রিয়তা তৈরি হয়েছে। তার ভিডিওর অন্যতম আকর্ষণ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে স্বরচিত মজার মজার কবিতা। টিভি সিরিয়াল থেকে শুরু করে তারকাদের নিয়ে মজার মজার রোস্টিং ভিডিও শেয়ার করেন তিনি। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়ে উঠলেন তার কনটেন্ট।

Mamata Banerjee In Didi No. 1

রবিবারের সেলিব্রিটি স্পেশাল এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত হয়েছিলেন ডোনা গাঙ্গুলী, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দোপাধ্যায়। তবে প্রধান চমক তো আসলে ছিল মমতা ব্যানার্জীর উপস্থিতি। তিনি ক্যামেরার সামনে রচনা, ডোনা ও আদিবাসীদের সঙ্গে নেচেছেন ঝুমুর নাচ। স্বরচিত কবিতা পড়েছেন, রুটি বেলেছেন, ছবি এঁকেছেন ও মন খুলে মনের কথা বলেছেন। তারই মাঝে আবার পরোক্ষে রাজনীতির প্রসঙ্গও উঠেছে।

ছোটবেলাতে বাবার মৃত্যুর পর কীভাবে গোটা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন সেই স্মৃতি তুলে ধরেন মমতা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যেভাবে ট্রোলিং হয় সেই প্রসঙ্গও উঠে এসেছে তার কথায়‌। তিনি সেই সমস্ত খেলোয়াড়দের কথা তুলে ধরেন, বড় বড় ব্যক্তিত্বদের প্রসঙ্গ তুলে ধরেন, সমালোচনা ও কুকথা ছড়ানোর কারণে যাদের কেরিয়ার নষ্ট হয়েছে। যদিও এর নেপথ্যে মমতার রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন সমালোচকরা।

Mamata Banerjee In Didi No. 1

বিরোধীদের দাবি, লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতেই নাকি টিভির পর্দা বেছে নিলেন মুখ্যমন্ত্রী। চাকরি চুরি থেকে শুরু করে সন্দেশখালির ঘটনার প্রভাব মানুষের মন থেকে দূর করার জন্য নাকি অনেক ভেবে চিন্তে তিনি এই পদক্ষেপ নিয়েছেন! ইউটিউবার অ্যামিউজিং রি-ও তার ভিডিওতে মজার ছলে অথচ নির্ভীকভাবে মুখ্যমন্ত্রীকে রোস্ট করলেন।

Mamata Banerjee In Didi No. 1

মাত্র এক দিনের মধ্যে তার ভিডিওতে ৪.৯ লক্ষ ভিউ এসেছে। নেটিজেনরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। প্রশংসা করছেন তার সাহস নিয়ে। কেউ লিখছেন, “দিদি এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। হাসি থামতেই চায় না।” কেউ লিখছেন, “এটা বানাতে অনেক সাহস লাগে। প্রতিভা লাগে। অসাধারণ হয়েছে ফাটাফাটি।”