Amitabh Bachchan`s One Comment Ruined Mukesh Khann`s Career : মুকেশ খান্না, হিন্দি টেলিভিশনের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। ৯০ এর দশকে তিনি হয়ে উঠেছিলেন ভারতের একজন সুপারহিরো। বলতে গেলে তাকেই ভারতের প্রথম সুপারহিরো বলা যেতে পারে। টিভির ‘শক্তিমান’ (Shaktimaan) সিরিজ নিয়ে আজও ভীষণ নস্টালজিক দর্শকরা। তবে বলিউডে প্রবেশ করতেই তার কেরিয়ার ফ্লপ হয়ে যায়।
হিন্দি টেলিভিশন মাধ্যমে এত জনপ্রিয়তা পাওয়ার পর মুকেশ খান্না বলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন। কিন্তু তার নামের পাশে ফ্লপ অভিনেতার ট্যাগ জুড়ে যায়। গোটা দেশজুড়ে তখন কিন্তু তার দারুণ সুখ্যাতি ছিল ‘শক্তিমান’ টেলিভিশন সিরিজের জন্য। কিন্তু তৎকালীন সুপারস্টার অমিতাভ বচ্চনের বলা একটি কথার কারণে মুকেশর কেরিয়ার ডুবে যায়।
শুধু শক্তিমান নয়, মহাভারতের ভীষ্ম চরিত্রটিতে অভিনয় করেও মুকেশ দর্শকদের থেকে অনেক ভালবাসা পেয়েছিলেন। একের পর এক সিরিজে এত সফলতা পেয়ে তিনি বলিউড হিরো হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। একটি নয়, দুটি নয়, তিনি প্রায় ১২টি ছবিতে কাজ করেছিলেন। প্রথম প্রথম তিনি কিন্তু বলিউডেও বেশ সমাদৃত হচ্ছিলেন।
বলিউডে যখন মুকেশ খান্নার কেরিয়ার দুরন্ত গতিতে এগোচ্ছে ঠিক তখনই একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য তাকে বিতর্কের মুখে পড়তে হয়। মুকেশ খান্না তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন জনপ্রিয়তা থাকার কারণে তখন বিজ্ঞাপনে তার চাহিদা বাড়তে শুরু করে। বেশ কিছু বিজ্ঞাপনে কাজও করেন। তার বিজ্ঞাপন টিভির পাশাপাশি সিনেমা সম্প্রচারের মাঝে বিরতিতেও দেখানো হত।
আরও পড়ুন : এই বাঙালি অভিনেতার ধারেকাছেও পৌঁছতে পারেনি বলিউড তারকারা, ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন?
মুকেশ খান্নার একটি বিজ্ঞাপন ছিল যেখানে তিনি সিঁড়ি দিয়ে নামছেন আর মেয়েরা তাকে ঘিরে ধরছে। অন দ্যা টকস নামের একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্দার ‘শক্তিমান’ বলেন একটি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে তার এই বিজ্ঞাপন দেখেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, “শালা… কপি করতা হ্যায়” (আমাকে নকল করছে)!
আরও পড়ুন : চার-চারবার বিয়ে করেও মেলেনি দাম্পত্য সুখ, রেখা এখন কার নামে সিঁদুর পরেন জানেন?
ওই সময় অমিতাভ বচ্চন ছিলেন বলিউডের একজন সুপারস্টার। টিভির একজন অভিনেতার প্রতি অমিতাভের এমন মন্তব্যের জেরে মুকেশের কেরিয়ারে বাজে প্রভাব পড়ে। এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। মুকেশ খান্না এরপর যে চারটি ছবিতে অভিনয় করেছিলেন সেগুলোও ফ্লপ হয়। মুকেশ মনে করেন অমিতাভের মুখে উচ্চারিত তিনটি শব্দ তাকে ‘কপি অভিনেতা’র ট্যাগ দিয়েছে। তাই তিনি তার কাঙ্খিত সাফল্য পেলেন না।