কৌন বানেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati) মানেই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিগত বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে এই কুইজ শো। ২০০০ সালে যখন এই শো শুরু হয় তখন অমিতাভ বচ্চনের বেতন যা ছিল, এখন এপিসোড পিছু টাকার অংকটা কয়েক গুনে বেড়েছে। কৌন বানেগা ক্রোড়পতির ১৬ (KBC 16) তম সিজনে অমিতাভ কত বেতন পাচ্ছেন জানেন?
২০০০ সালে যখন কেবিসির প্রথম সিজন শুরু হয় তখন অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ছিল ২৫ লক্ষ টাকা। পরপর দু’বছর তিনি এমনই বেতন পেয়েছিলেন। কিন্তু তারপর থেকে যখন শোয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে সেই নিরিখে অমিতাভের পারিশ্রমিকও বাড়তে থাকে। আজ তিনি কয়েক কোটি টাকা পারিশ্রমিক পান। এখানে রইল প্রত্যেক সিজনে অমিতাভ বচ্চনের পারিশ্রমিকের অংকটা।
কেবিসির প্রথম এবং দ্বিতীয় সিজনে অমিতাভ বচ্চন পেতেন ২৫ লক্ষ টাকা। তৃতীয় সিজনে অমিতাভের বদলে শাহরুখ খান শো সঞ্চালনা করেছিলেন। চতুর্থ সিজন থেকে তিনি ৫০ লক্ষ টাকা করে পাচ্ছিলেন। পঞ্চম সিজনেও এই টাকাই পেয়েছিলেন। ষষ্ঠ সিজন এবং সপ্তম সিজনে তিনি ১.৫ কোটি টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পেয়েছেন। এবং এরপর থেকেই কোটির অংকে ঘোরাফেরা করতে থাকে তার পারিশ্রমিক।
অষ্টম সিজনে ২ কোটি টাকা হয়ে যায় তার পারিশ্রমিকের অংক। নবম সিজনে অমিতাভ বচ্চন প্রত্যেক এপিসোড পিছু ২.৯ কোটি টাকা করে পেতে শুরু করেন। দশম সিজনে তা বেড়ে হয়ে যায় ৩ কোটি টাকা। ১১, ১২ এবং ১৩ নম্বর সিজনে তিনি ৩.৫ কোটি টাকা করে পেয়েছেন। ১৪ নম্বর সিজনে তার পারিশ্রমিক বেড়ে হয় ৪ থেকে ৫ কোটি টাকা। ১৫ নম্বর সিজনেও তিনি এই টাকা পেয়েছিলেন। তবে তার পারিশ্রমিক আবার বেড়ে যায় ১৬ নম্বর সিজনে।
আরো পড়ুন : ৮ মাসের মেয়ের মৃত্যু! ফের বাবা হলেন সারেগামাপার অ্যালবার্ট কাবো!
আরো পড়ুন : KBC-র ইতিহাসে এটাই সবথেকে কঠিন প্রশ্ন! উত্তর দিলেই ৭ কোটি আপনার
অমিতাভ বচ্চন কৌন বানেগা ক্রোড়পতির ১৬ নম্বর সিজনে ৫ কোটি টাকা পেয়েছেন। প্রত্যেক সিজনেই বলতে গেলে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক বেড়েছে। আর হবে নাই বার কেন? অমিতাভের ফেস ভ্যালুর কারণে এই শোয়ের জনপ্রিয়তাও যে বেড়েছে লাফিয়ে লাফিয়ে। একটি সিজনে শুধু অমিতাভের জুতোয় পা গলাতে চেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু বড়ে মিয়াঁর কাছে ছোটে মিঁয়া ছোটই রয়ে গিয়েছেন এক্ষেত্রে।