কৌন বানেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati), এমন একটি অনুষ্ঠান যা গত ২৩ বছর ধরে মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। এই অনুষ্ঠানটির জনপ্রিয়তার অন্যতম একটি বড় কারণ হলেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রতিবছর এই অনুষ্ঠানে সঞ্চালনা করার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নেন অমিতাভ? জানেন?
অমিতাভ বচ্চনের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে এই অনুষ্ঠানটি। কিভাবে? জানা যায়, একটা সময় অভিনেতার জীবনে এমন এসেছিল যখন তার ওপর ১০০ কোটি টাকার ঋণ হয়ে গিয়েছিল। সেই সময় অমিতাভের হাতে ছিল না কোন কাজ। অতঃপর কিছুটা বাধ্য হয়ে তিনি ছোট পর্দায় সঞ্চালনার দায়িত্ব নিতে রাজি হন। কিন্তু এই একটি সিদ্ধান্তই রাতারাতি পাল্টে দেয় অভিনেতার জীবন।
প্রথম সিজন থেকেই কৌন বানেগা ক্রোড়পতি মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় আর তৈরি হতে থাকে একটার পর একটা সিজন। ২০২৩ সালে ১৫ তম সিজনেও এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা বিন্দুমাত্র কম হয়নি। এবার চলুন জেনে নেওয়া যাক যে অনুষ্ঠানটি অমিতাভকে সর্বস্বান্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছিল সেই অনুষ্ঠানটিতে সঞ্চালনার জন্য তিনি ঠিক কত টাকা পারিশ্রমিক পান।
২০০০ সালে যখন এই অনুষ্ঠানটি শুরু হয় সেই সময় অমিতাভ প্রতি এপিসোডের জন্য নিতেন ২৫ লক্ষ টাকা। প্রথম সিজনে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর ২ থেকে ৫ সিজনে বিগ বি পারিশ্রমিক নিতেন ১ কোটি টাকা। ৬-৭-৮ এই তিনটি সিজনের জন্য তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে ১.৫ থেকে ২ কোটি টাকা করে দিয়েছিলেন।এই অনুষ্ঠানের নবম এবং দশম এপিসোডের জন্য বিগ বি নিতেন ২.৬ কোটি থেকে ৩ কোটি টাকা। ১১,১২ এবং ১৩, এই সিজনগুলোর জন্য তিনি নিতেন ৩.৫ কোটি টাকা। গতবছর ১৪তম সিজনের জন্য তিনি নিয়েছিলেন ৪ থেকে ৫ কোটি টাকা। যদিও ২০২৩ সালে অর্থাৎ ১৫ তম সিজনে তিনি কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তা এখনো জানা যায়নি।
এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন রানী মুখার্জি থেকে শাহরুখ খান, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে জয়া বচ্চন সকলেই। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ খুব কাছ থেকে দেখতে পান তাদের প্রিয় তারকা অমিতাভ বচ্চনকে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরের পর এই অনুষ্ঠানে দেওয়া হয় একটি প্রাইজ মানি যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রথম সিজনে মোট ১০ টি প্রশ্ন করা হলেও এখন করা হয় মোট ১৩ টি প্রশ্ন।
আরও পড়ুন : উত্তর দিলেই ৭ কোটি! KBC-এর কঠিন প্রশ্নগুলো বানায় কে, রইল তার আসল পরিচয়
আরও পড়ুন : KBC-র ইতিহাসে এটাই সবথেকে কঠিন প্রশ্ন! উত্তর দিলেই ৭ কোটি আপনার
২০০০ সালে প্রতিযোগীদের জন্য সর্বশেষ প্রাইজ মানি ধার্য করা হয়েছিল ১ কোটি টাকা। ২০০৫ সালে তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়। ২০১০ সালে ফের প্রাইজমানি কমিয়ে আনা হয় ১ কোটি টাকায়। ২০১৩ সালে অর্থাৎ সপ্তম তম সিজন থেকে প্রাইজ মানি বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৭ কোটি টাকা। প্রসঙ্গত, তৃতীয় সিজনে অমিতাভ বচ্চনের পরিবর্তে শাহরুখ খানকে দেওয়া হয় সঞ্চালনার দায়িত্ব কিন্তু কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা কমে যায় এবং ফের অমিতাভ বচ্চনকে ফিরিয়ে আনা হয় অনুষ্ঠানে।