বিশ্বের এই ৫টি দামী জিনিস রয়েছে আমিতাভ বচ্চনের? দাম শুনলে ঘুরে যাবে মাথা

কত টাকার মালিক বচ্চন পরিবার? বিশ্বের কোন কোন দামী জিনিস রয়েছে বচ্চন পরিবারের?

কিছুদিন আগেই প্রতীক্ষার একটি অংশ শ্বেতা বচ্চন নন্দাকে লিখে দিয়ে খবরে শিরোনাম কেড়ে নিয়েছিলেন বিগ বিগ অর্থাৎ অমিতাভ বচ্চন। পারিবারিক কলহ নাকি অন্য কিছু, তা জানা না গেলেও এই মুহূর্তে বচ্চন পরিবারের সম্পত্তির যে ভাগাভাগি হচ্ছে তা বেশ বুঝতে পারছি আমরা। চলুন জেনে নেওয়া যাক বচ্চন পরিবারের মোট সম্পত্তির হিসাব কত?

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন দুজনেই প্রায় ৫ দশক ধরেই বলিউডে অভিনয় করে চলেছেন। জয়া বচ্চন এই মুহূর্তে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও অমিতাভ বচ্চন কিন্তু এখনো বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। ‘সিলসিলা’, ‘অভিমান’ থেকে শুরু করে ‘কাভি খুশি কাভি গাম’, এই দম্পতি বারবার নিজেদের অভিনয় দক্ষতার পরিচয় করিয়েছেন আমাদের সকলের সঙ্গে। সর্বশেষ দুজনে অভিনয় করেছিলেন ‘কি অ্যান্ড কা’ সিনেমায়।

Amitabh Bachchan And Jaya Bachchan

একটি বেসরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা গেছে, বর্তমানে এই দুই তারকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। ২০১৮ সালে নির্বাচন কমিশনে জয়া বচ্চন যে হলফনামা জমা দিয়েছিলেন তা থেকে জানা যায় জয়া বচ্চনের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪০ কোটি টাকা, অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা। এ তো গেল শুধু জয়া বচ্চনের সম্পত্তির কথা। এবার জেনে নেওয়া যাক অমিতাভ বচ্চন অর্থাৎ শাহেনশা ঠিক কত সম্পত্তির মালিক?

অমিতাভ বচ্চন প্রতিমাসে উপার্জন করেন ৩০ কোটি টাকা, যেখানে জয়ার মাসিক আয় মাত্র ৩৫ লক্ষ টাকা। কৌন বানেগা ক্রোড়পতি, অনুষ্ঠানে প্রতি পর্বের জন্য অমিতাভ নেন ৪ কোটি টাকা। প্রতি সিনেমায় তিনি কাজ করার জন্য নিয়ে থাকেন ৬ থেকে ১০ কোটি টাকা। এবার আসি বচ্চন দম্পতির সম্পত্তির কথায়।

AMITABH BACHCHAN NET WORTH

মুম্বাইয়ের জলসা ছাড়াও আরো ৫ টি আবাসন রয়েছে বচ্চন দম্পতির যার প্রত্যেকটি বাংলোর মুল্য প্রায় ৩২ কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি কৃতি স্যাননকে একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, যে ফ্ল্যাট থেকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা উপার্জন হয় বচ্চন পরিবারের। এছাড়াও দিল্লির গুলমোহর পার্কে একটি বাড়ি ২৩ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন : বচ্চন পরিবারের সদস্যদের কার রোজগার কত? অমিতাভ, অভিষেক না ঐশ্বর্য কার সম্পত্তি বেশি?

শুধু বাড়ি নয়, গোপাল, গুজরাট,দিল্লি,পুনে,মুম্বাই এবং উত্তরপ্রদেশে একাধিক জমি কিনে রেখেছেন তারা। লখনৌতে ১.২২ একর চাষযোগ্য জমির মালিক হলেন জয়া।ভারতে শুধু নয়, বিদেশের মাটিতেও বাংলা রয়েছে বচ্চন দম্পতির। ফ্রান্সে ব্রিগনোগান প্লেগে ৩,১৭৫ বর্গমিটারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে বচ্চন দম্পতির নামে। শুধু সম্পত্তি নয়, আরো বেশ কিছু মূল্যবান জিনিস রয়েছে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের কাছে।

আরও পড়ুন : জয়াকে লুকিয়ে রোজ রাতে পরকীয়া! রেখা-অমিতাভের কীর্তিতে তোলপাড় হয়েছিল বলিউড

Amitabh Bachchan Family

আরও পড়ুন : বাতিল সিনেমাতেই বাজিমাত! অন্যের ছেড়ে দেওয়া এই ছবিগুলো করেই অমিতাভ বচ্চন আজ সুপারস্টার

জয়া বচ্চনের কাছে যেমন আছে ৬২ কোটি টাকা মূল্যের একটি সোনার গয়না তেমন অমিতাভের কাছে আছে ৩.৪ কোটি টাকা মূল্যের ঘড়ি। বচ্চন দম্পতির কাছে ৯ লক্ষ টাকা মূল্যের যেমন পেন রয়েছে তেমন রয়েছে ১২ কোটি টাকা মূল্যের একাধিক নামিদামি গাড়ি। এছাড়াও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখতে পাবেন আপনি, যেটি জলসা বাড়ির বসার ঘরের দেওয়ালে টাঙ্গানো থাকে, ছবিটির দাম প্রায় ৪ কোটি টাকা।

আরও পড়ুন : পরিবারের বিবাদ চরমে, সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন! কে কত টাকা পেল?