বাস্তবের সুপারহিরো, অমিতাভ পা রাখতেই একদিনের জন্য যুদ্ধ থেমে গিয়েছিল এই দেশে

বলিউড (Bollywood) অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) গোটা বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তার খ্যাতি। দেশ-বিদেশ মিলিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী। পর্দার অভিনেতাদের কিন্তু বাস্তবে সাধারণ মানুষের উপর অনেক প্রভাব থাকে। অমিতাভেরও ছিল সেই সময়।

অমিতাভ একবার একটি শুটিংয়ের জন্য আফগানিস্তানে (Afganistan) গিয়েছিলেন। সেটি ছিল অমিতাভ-শ্রীদেবী অভিনীত ‘খুদাগাওয়া’ (KhudaGawa) ছবি। যে ছবির জন্য তাদের বেশ কিছুদিন আফগানিস্তানে থাকতে হয়েছিল। এদিকে সেই সময় আফগানিস্তানে তুমুল যুদ্ধ চলছে। কিন্তু অমিতাভের প্রতি আফগানিস্তানবাসীদের ভালবাসাও ছিল প্রবল।।

AMITABH BACHCHAN KHUAGAWA

আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মেয়ে সেই সময় তার বাবার কাছে একটি বিশেষ আবেদন করে। অন্তত একদিনের জন্য বাবার কাছে যুদ্ধ বন্ধ রাখার আরজি জানিয়েছিল মেয়ে। মেয়ের আবদার অনুযায়ী মুজাহিদিনদের কাছে একটি দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখার আরজি জানিয়েছিলেন প্রেসিডেন্ট।

আসলে প্রেসিডেন্টের মেয়ে চেয়েছিলেন অমিতাভ তাদের দেশে গিয়ে যেন তাদের দেশটা ঘুরে দেখতে পারেন। এদিকে মুজাহিদিনও কিন্তু অমিতাভের অনেক বড় ভক্ত ছিলেন। কাজেই তাকে এই অনুরোধ করতেই তিনি তাতে রাজি হয়ে যান। অমিতাভ যেদিন আফগানিস্তানে পৌঁছেছিলেন সেই একটি দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখা হয়েছিল আফগানিস্তানে।

AMITABH BACHCHAN KHUAGAWA

এই নিয়ে সেই সময়ে সংবাদ মাধ্যমগুলিতে অনেক প্রতিবেদন বেরিয়েছিল। আবার অভিনেতা নিজেও সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীদের সঙ্গে এই ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি নাজিবুল্লাহ অমিতাভের অনেক বড় ভক্ত ছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্রেরও ভক্ত ছিলেন।

AMITABH BACHCHAN KHUDAGAWA

নাজিবুল্লাহ অমিতাভকে তাদের দেশে পেয়ে রাজকীয় সম্মান দিয়েছিলেন। এই সময় রাষ্ট্রপতি অভিনেতাকে রাষ্ট্রপতি ভবনে ডেকে নিয়ে গিয়ে আফগানিস্তানের সম্মান প্রদান করেছিলেন। এই দিনটার কথা কোনদিনও ভুলতে পারবেন না অমিতাভ বচ্চন এবং তার ভক্তরা।