বেতন মাত্র ১০০০ টাকা! পশ্চিমবঙ্গে কোথায় কী চাকরি করতেন অমিতাভ বচ্চন?

বলিউডে আসার আগে কলকাতাতে চাকরি করতেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জানেন কোন সংস্থাতে তিনি চাকরি করতেন? বেতন কত ছিল অমিতাভের? এই বলিউড তারকার কর্মজীবন শুরু হয়েছিল বাংলা থেকেই। আজ হাজার কোটির মালিক অমিতাভ আজ থেকে ৬০ বছর আগে খুবই কম বেতনে চাকরি করতেন এই বাংলায়।

অমিতাভ বচ্চনের চাকরিজীবন শুরু হয়েছিল কলকাতা থেকে। কলকাতার ব্ল্যাকার্স কোম্পানিতে চাকরি নিয়ে বাংলায় এসেছিলেন অমিতাভ। প্রথম চাকরি থেকে তার উপার্জন হত মাসে ১,৬৪০ টাকা। খুবই কষ্টে দিন চলতো তার।

Amitabh Bachchan

সেই সময় কলকাতার অফিসে অমিতাভকে ১০ ফুট চওড়া একটি ঘরে ৮ জনের সঙ্গে কাজ করতে হত। অফিসে শেষে একটি রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন অমিতাভ। টাকা না থাকায় অনেক অনুরোধ সত্বেও রেস্টুরেন্টের গার্ড তাদের ভেতরে ঢুকতে দিতেন না। অমিতাভ মনে মনে ভাবতেন একদিন তিনি এত টাকা রোজগার করবেন যে এই রেস্তোরাঁর ভেতরে বসতে পারবেন।

আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক

Amitabh Bachchan

আরও পড়ুন : ২৫ লাখ দিয়ে শুরু! KBC -এর জন্য এখন কত পারিশ্রমিক পাচ্ছেন অমিতাভ বচ্চন?

১৯৬৮ সালের ৩০শে নভেম্বর ওই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে অমিতাভ মুম্বাইতে ফিরে যান। বাকিটা ইতিহাস। তবে আজ এত বড় তারকা হলেও আমি তার কিন্তু এখনও তার প্রথম অফিস, কলকাতায় কাটানো সেইসব দিনের স্মৃতিগুলো ভুলতে পারেননি। পরে জয়া ভাদুড়িকে বিয়ে করে এই কলকাতারই জামাই হন বিগ বি। তবে তার অনেক আগে থেকেই কলকাতার সঙ্গে অমিতাভের গভীর সম্পর্ক ছিল কর্মসূত্রে।