ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স চর্চার মাঝেই বাড়ি বিক্রি করলেন অমিতাভ বচ্চন! কত কোটি টাকায় সম্পত্তি বিক্রি করলেন অমিতাভ? কেনই বা হঠাৎ সম্পত্তি বিক্রি করতে হলে তাকে? কারা কিনলেন অমিতাভ বচ্চনের বাড়ি?
নিজের বসতবাটি জলসা কিংবা প্রতীক্ষা নয়, মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ডুপ্লেক্স এপার্টমেন্ট আটলান্টিস ভবন বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন। সম্পত্তি হিসেবেই কয়েক বছর আগে এই বাড়িটা কিনেছিলেন অমিতাভ। এখন সুযোগ বুঝে চড়া দামে বিক্রিও করে দিলেন। ৫১৮৫ বর্গফুটের এই বাড়িতে ৬ টি গাড়ি রাখার মত বিরাট পার্কিং স্পেস রয়েছে।। এই বাড়ি অমিতাভ ২০২১ সালে ৩১ কোটি টাকা দিয়ে কিনেছিলেন। বিক্রি করলেন ৮৩ কোটিতে, অর্থাৎ ১৬৮% বেশি দামে।
২৭ এবং ২৮ তলায় অ্যাপার্টমেন্ট বিক্রি করতে ৪.৯৮ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক এবং ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি লেগেছে। অমিতাভের থেকে এই বাড়িটি কিনেছেন বিজয় সিং ঠাকুর এবং কমল বিজয় ঠাকুর নামের দুই ব্যক্তি। এই বাড়ি বিক্রি করে ৫০ কোটি টাকার উপর লাভ করলো বচ্চন পরিবার।
আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক
আরও পড়ুন : বেতন মাত্র ১০০০ টাকা! পশ্চিমবঙ্গে কোথায় কী চাকরি করতেন অমিতাভ বচ্চন?
২০২১ সালে এই বাড়িটা কেনার পর সেই বছরই বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে ভাড়া দিয়েছিলেন অমিতাভ। ভাড়া বাবদ প্রতিমাসে কৃতিকে ১০ লক্ষ টাকা দিতে হত। আর জামানত ছিল ৬০ লক্ষ টাকা। রিপোর্ট বলছে, গত ৪ বছরে রিয়েল এস্টেটে ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন অভিষেক এবং অমিতাভ।