Amitabh Bachchan : হিন্দি ফিল্মজগতে কাটিয়ে ফেলেছেন পাঁচ দশকেরও বেশি সময়। এই সময়কালে দুশোটির বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চন। তিনি এখন বলিউড (Bollywood) -র মেগাস্টার। কিন্তু জানেন কী ঘুমানোর সময় পকেটে হাত ঢুকিয়ে ঘুমান এই প্রবীণ অভিনেতা। জানা গেছে, একটি ঘটনার পর থেকেই পকেটে হাত ঢুকিয়ে রাখার অভ্যাস হয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) -র। চলুন জেনে নিই সেই বিশেষ ঘটনা প্রসঙ্গে।
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)।’কৌন বনেগা ক্রোড়পতি’ হল জনপ্রিয় আমেরিকান গেম শো হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নেয়ারের হিন্দি রূপান্তর। ২০০০ সাল থেকে টিভিতে সম্প্রচার শুরু হয়। অমিতাভ বচ্চন কেবিসি এর প্রথম সিজন থেকে হোস্ট করছেন। এই শোয়ের মাত্র একটি সিজন, সিজন ৩ শাহরুখ খান হোস্ট করেছিলেন।
আর এই অনুষ্ঠানের ১৫ নম্বর সিজন জমে উঠেছে। কেবিসির মঞ্চে বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নানান কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় অমিতাভকে।আবার প্রতিযোগিদের সঙ্গে মাঝে মধ্যেই মজার আলাপচারিতায় মগ্ন হয়ে ওঠেন অমিতাভ। আর আবার এই অনুষ্ঠানেই নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নিলেন বিগ বি।
এদিন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় কোন প্রাণি তার শিকার ধরার জন্য জিভের ব্যবহার করে। আর এর উত্তর হবে ব্যাঙ। করণ আমরা সবাই জানি ব্যাঙ জিভ দিয়ে শিকার ধরে। আর এবার এই ব্যাঙ নিয়ে নিজের স্মৃতি চরনা করলেন এই কিংবদন্তি অভিনেতা। এমনকি তিনি জানান অমিতাভ বচ্চন এই ঘটনার পর থেকে তার হাত পকেটে ঢুকিয়ে রাখতেন।
১৯৪২ সালে ১১ অক্টোবর এলাহাবাদে হিন্দি ভাষার জনপ্রিয় কবি হরিভনশ রাই বচ্চন আর তেজি বচ্চনের কোল আলো করে জন্ম গ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। আর তিনি বড় হয়েছেন এলাহাবাদে। আর এলাহাবাদে গরমের সময় খুব গরম পড়তো। আর তাতে রাতে ঘরের মধ্যে ঘুমোতে কষ্ট হতো অমিতাভ বচ্চনের পরিবারের লোকদের।
আরও পড়ুন : ‘জওয়ান’ তো ট্রেলার, আরও ৬টি নতুন সিনেমায় বক্সঅফিস কাঁপাতে আসছেন শাহরুখ খান
আরও পড়ুন : শাহরুখের মুখে টলিউড নায়িকার লেখা ডায়লগ! ‘জওয়ান’-র সংলাপ লিখে প্রশংসা পেলেন বাঙালি অভিনেত্রী
আর সেরকমই গরমের সময়ে অমিতাভের পরিবারের সকলে বাইরের উঠোনে বিছানা পেতে শুয়েছিলেন। আর তখনই নাকি বিগ বির হাত বিছানার বাইরে বেরিয়ে গিয়েছিল। আর আচমকাই তিনি ঘুমের মধ্যে অনুভব করেন তার হাতে কিছু স্পর্শ করছে। আর তখন তিনি ঘুম ভেঙে দেখেন একটি ব্যাঙ তার হাতটিকে খাবার মনে করে তার জিভ বার করেছে। আর এই ঘটনার পর থেকে অমিতাভ বচ্চন তার পকেট থেকে হাত বের করতেন না।