কাঁচের গ্লাস ছুঁড়ে বিনোদ খান্নার মুখ ফাটিয়ে দেন অমিতাভ বচ্চন, কেন জানেন?

Amitabh Bachchan Once Threw Glass To Vinod Khanna And Hurt Him : বলিউড (Bollywood) সাতের দশকের সমসাময়িক নায়কদের মধ্যে তিনিই ছিলেন সুদর্শনতম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আদর্শ সুপুরুষ বলতে যা বোঝায়, তিনি ছিলেন তাই। তিনি হলেন বিনোদ খান্না (Vinod Khanna)। তারা ৭০-৮০ এর দশকে অভিনয়ের দুনিয়াতে নিজের আধিপত্য গড়েছিলেন। কিন্তু এই অভিনয় করা কালীন বিগ বি র হাতে আহত হয়েছিলেন বিনোদ খান্না। জানেন কি সেই ঘটনা?

বিনোদ খান্না ও অমিতাভ বচ্চনকে হরিহর আত্মা বলে ডাকত সবাই। এমনকি তাদের দুজনের মধ্যে এতটাই সম্পর্ক ভালো ছিল যে তারা দুজন পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাতেও নামতে পারেনি। তবে একবার অমিতাভের একটা ভুলে যেখানে ভুগতে হয়েছিল বিনোদকে।

AMITABH AND VINOD

জানা যায়, ঘটনাটি ঘটে চার দশক আগে ‘মুকাদ্দর কি সিকান্দার’র (Mukaddar Ki Sikander) শুটিংয়ে। ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন অমিতাভ বচ্চন ও বিনোদ খান্না। জানা যায় ছবির শুটিং চলাকালীন অমিতাভ বিনোদের দিকে একটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারে যাতে গুরুতর ঘায়েল হয়ে যান বিনোদ।

অভিনেতা এতটাই ঘায়েল হন যে, ১৬ টি সেলাই পরেছিল তার চিবুকে। এত দিন আগের সেই ঘটনার জন্য অমিতাভ নিজের ‘ভুলের’ জন্য অনুশোচনা প্রকাশ করছিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে। প্রকাশ মেহরার ছবি ‘মুকাদ্দর কা সিকন্দর’ নিয়ে একটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছিলেন সুরজ নামের একজন প্রতিযোগী।

AMITABH AND VINOD

তারপর অমিতাভের কাছে ওই প্রতিযোগী জানতে চেয়েছিলেন, ওই সিনেমার শুটিংয়ে তিনি কি সহঅভিনেতা বিনোদের দিকে গ্লাস ছুঁড়ে মেরেছিলেন? সে জন্যই কি বিনোদের মুখে ১৬টি সেলাই করতে হয়েছিল? উত্তরে অমিতাভ ফিরে গিয়েছেন পুরনো কথায়। বলেছেন, ‘‘হ্যাঁ! ঠিকই বলেছেন।’

AMITABH AND VINOD

আরও পড়ুন : টুইঙ্কেলকে ঠকিয়ে এই ৬ বলিউড নায়িকার সঙ্গে রাত কাটাতেন অক্ষয় কুমার, ধরা পড়ে যান হাতেনাতে

এরপর অমিতাভ নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেন,”সেটা আমার ভুল হয়েছিল। আর তা নিয়ে আমি খুবই দুঃখিত। একটি শটে আমরা একটা বারে বসে মদ খাচ্ছিলাম। তখন আমি জানতে পারি যে, আমার প্রেমিকা অন্য জনের সঙ্গে চলে গিয়েছে। ফলে একটা গ্লাস ছুড়ে মারি। কিন্তু, সেটা গিয়ে সোজা সত্যি সত্যি বিনোদের থুতনিতে লাগে। ওর লেগেছিল। আমার খুবই কাছের বন্ধু ছিলেন বিনোদ। আমরা ওঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওর ক্ষতের সেলাই করেছিলেন চিকিৎসকেরা। এর পর আমি ওকে বাড়িতে পৌঁছে দিই। ওই দুর্ঘটনার জন্য ওর স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলাম।’’

আরও পড়ুন : রেখার জন্যই আজীবন অবিবাহিত থেকে গেলেন সালমান খান? ৫০ বছর পর ফাঁস হল সিক্রেট