সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০২৪ সালে ভারতের সর্বোচ্চ কর দাতাদের তালিকা। আর এই তালিকায় সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ওই অর্থবছরে তিনি কত টাকা আয় করেছেন জানেন? কত টাকাই বা আইকর দিতে হল অমিতাভকে? শুনলে মাথাই ঘুরে যাবে আপনার।
৮২ বছর বয়সেও অমিতাভ বচ্চন ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেতা। এই বয়সেও তিনি চুটিয়ে কাজ করে চলেছেন। দুই হাতে উপার্জন করছেন। শুধু সিনেমা নয়, কৌন বানেগা ক্রোরপতি রিয়েলিটি শো থেকেও তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। ২০২৪-২৫ অর্থবছরে তিনি মোট ৩৫০ কোটি টাকা আয় করেছিলেন। যার ফলে ওই বছর তাকে ১২০ কোটি টাকার আয়কর দিতে হয়েছে। আর এতেই তিনি দেশের সর্বোচ্চ করদাতা তালিকাতে অন্তর্ভুক্ত হলেন।
আরও পড়ুন : “ও ক্যাটরিনার থেকেও সুন্দরী”! নতুন প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ আমির খান
আরও পড়ুন : সব নায়িকাকে ছেড়ে কেন জয়াকেই বিয়ে করলেন অমিতাভ বচ্চন?
অমিতাভ বচ্চন ১৫ই মার্চ ২০২৫ এ তার শেষের কিস্তির অগ্রিম কর হিসেবে ৫২.৫০ কোটি টাকা জমা দিয়েছেন। তিনি এই বছর শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারদের পেছনে ফেলে দিয়েছেন। ২০২৩ সালেও দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাতে ছিলেন অমিতাভ বচ্চন। তবে সেই বার তিনি ছিলেন চতুর্থ স্থানে। তাকে দিতে হয়েছিল ৭১ কোটি টাকা। প্রথম স্থানে ছিলেন শাহরুখ খান।