সত্যিই অলৌকিক কান্ড! এই কারণে রাজস্থানের মানুষেরা অমিতাভ বচ্চনকে ভগবান বলে মানেন 

আপনি কি জানেন রাজস্থানের একটা গোটা শহর অমিতাভ বচ্চনকে ভগবান মনে করেন? ওই শহরের হাজার হাজার মানুষ অমিতাভকে ভগবানের মত পুজো করেন। এই পেছনের কারণটা কিন্তু ভারী অদ্ভুত। অলৌকিকও বলা যেতে পারে। রাজস্থানের ওই শহরের মানুষদের জন্য যা করেছিলেন অমিতাভ, সেটা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। সম্প্রতি পরিচালক অপূর্ব লখিয়া সংবাদ মাধ্যমে শেয়ার করেছেন সেই অদ্ভুত এক ঘটনা।

সে সময় অভিষেক বচ্চনের ‘মুম্বাই সে আয়া মেরা দোস্ত’ সিনেমার শুটিং চলছিল রাজস্থানের জয়সালমেরে। সময়টা ছিল এমন যে প্রবল খরা চলছিল ওই মরু শহরের বুকে। মেঘ-বৃষ্টির নামমাত্র ছিল না। প্রচন্ড জলো কষ্টে ভুগছিলেন জয়সালমীরের মানুষ। নববর্ষ পালনের জন্য অমিতাভ বচ্চন সে সময় জয়া এবং মেয়ে শ্বেতাকে নিয়ে জয়সালমেরে আসেন। তিনি গাড়ি থেকে নামতেই হঠাৎ গোটা এলাকা কালো মেঘে ঢেকে যায়। মুষলধারে বৃষ্টি নামে মরু শহরের বুকে। উপচে পড়েছিল নদীর জল।

Amitabh Bachchan

অপূর্বর কথায়, “আমরা জৈসলমেরে শুটিং করছিলাম। প্রচণ্ড খরা চলছিল শহর জুড়ে। নববর্ষ পালনের জন্য সেখানে জয়াজি, শ্বেতার সঙ্গে অমিতাভ বচ্চন আসছিলেন। মরুভূমিতেই শুটিং করছিলাম আমরা। দূর থেকে টের পাওয়া যাচ্ছিল, তিনি আসছেন। কারণ জৈসলমেরে অত দামি গাড়ি সচরাচর দেখা যায় না।” এরপর অপূর্ব বলেন, “আপনারা বিশ্বাস করবেন না। আমি মায়ের নামে দিব্যি করে বলছি, তিনি আমাদের ছবির সেটে এলেন, আর কালো মেঘে আকাশ ঢাকল। ঠিক যেমন ‘লগান’ ছবিতে ‘কালে মেঘা’ গানের দৃশ্যটি ছিল। গাড়ি থেকে তিনি নেমে অভিষেককে জড়িয়ে ধরতেই ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছিল। এত বৃষ্টি হয়েছিল যে, নদীর জল উপচে পড়ছিল।”

আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক

Amitabh Bachchan

আরও পড়ুন : দুটো বিয়ে বাবার! কী হয়েছিল অমিতাভ বচ্চনের সৎ মায়ের?

এরপর ওই শহরের মানুষেরা অমিতাভকে ভগবান মানতে শুরু করেন। তাদের মনে হয়েছিল অমিতাভ পা রাখার পরেই তাদের জলকষ্ট দূর হয়েছে। অমিতাভ যে হোটেলে ছিলেন সেই হোটেলের বাইরে সেদিন ৪০ থেকে ৫০ হাজার মানুষের ভিড় হয়েছিল। সকলেই অমিতাভকে প্রণাম করতে চাইছিলেন। তারা ধরেই নিয়েছিলেন অমিতাভের রূপে স্বয়ং ভগবান তাদের সামনে হাজির হয়েছেন। এই ঘটনায় শিহরিত হয়েছিলেন পরিচালক নিজেও।