ভাইয়ে ভাইয়ে মুখ দেখাদেখি বন্ধ, গরিব ভাইকে ৩০০০ কোটির সম্পত্তির কানাকড়িও দেননি অমিতাভ

ভারত সহ সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachaan)। তাকে চেন না এমন মানুষ খুব কমই রয়েছে দেশে। জনপ্রিয়তা (popularity) ও অর্থ কোন জিনিসের অভাব নেই তার। বহু মানুষ শুধু তার দেখা পেতেই আসেন মুম্বাই শহরে। তবে শুধু তিনি নন, বচ্চন পরিবারের (Bachaan family) সকলকেই চেনেন দেশবাসী। জানে তাদের বিলাসবহুল জীবনযাপনের কথা।

বচ্চন পরিবারে শুধু মাত্র অমিতাভের সম্পত্তির পরিমাণ সাড়ে ৩ হাজার কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, বৌমা ঐশ্বর্যার নামেও তো রয়েছে অনেক সম্পত্তি। কিন্তু অনেকেই জানেন না যে তাও অর্থ সংকটে দিন কাটাচ্ছে অমিতাভের এক আত্মীয়। ইনি হলেন অমিতাভের পিসতুতো ভাই অনুপ রামচন্দ্র। যিনি থাকেন অমিতাভের পৈতৃক বাড়িতে। তার সাহায্যে হাতে বাড়ায়নি বচ্চন পরিবারের কোনও সদস্যই।

AMITABH BACHCHAN BROTHER ANOOP RAMCHANDRA

ছোটবেলায় উত্তরপ্রদেশের পৈতৃক বাড়িতেই একসঙ্গে থাকতেন থাকতেন অমিতাভ আর অনুপ। অমিতাভের বাবা হরিবংশের এক বোনেরই ছেলে হলেন অনুপ। শুরুর দিকে অনুপের এমন অবস্থা ছিল না। যতদিন অমিতাভের বাবা বেঁচে ছিলেন ততদিন অর্থ সংকট ছিল না তার। কিন্তু বাবার মৃত্যুর পর অমিতাভ মুম্বাই চলে আসেন। তারপর থেকেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে অনুপ ও তার পরিবারকে।

BACHCHAN FAMILY

জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর পিসতুতো ভাইয়ের কোনও খবর নেয়নি অমিতাভ বরং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি অনুপ যখন তাদের পৈতৃক বাড়িটিকে যাদুঘর বানানোর চেষ্টা করেছিলেন তখন সমর্থন করেননি অমিতাভ। এমনকি অনুপকে বাড়ি ছাড়তেও বলেছিলেন তিনি। তাই কখনও বচ্চন পরিবারের কাছে সাহায্যে আবেদন করেনি অনুপ। আসেননি অভিষেকের বিয়েতেও।