Simrat Kaur`s Intimate Scene Viral Video : আগামী আগস্ট মাসের মুক্তি পাবে ‘গদর ২’ (Gadar 2) ছবিটি। দীর্ঘ প্রায় ২২ বছরের প্রতীক্ষার পর সানি দেওল (Sunny Deol) তার সুপারহিট ছবি ‘গদর এক প্রেম কথা’ (Gadar Ek Prem Katha) -র সিকুয়েল ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ (Gadar 2 : The Katha Continues) আনছেন। গোটা দেশ জুড়ে দর্শকরা এই ছবির জন্য ভীষণ উৎসাহিত। তবে মুক্তির আগেই কার্যত একের পর এক বিতর্ক ছড়াচ্ছে এই সিনেমার সঙ্গে যুক্ত তারকাদের নিয়ে।
কিছুদিন আগেই যেমন অভিনেত্রী আমিশা পাটেল (Ameesha Patel) প্রযোজকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন উপযুক্ত পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে। তারপর আবার তিনি নিজেই সিনেমার স্পয়লার ছড়িয়ে দেন ইন্টারনেটে। এবার ফের গদর অভিনেত্রীর ভাইরাল যৌনতার দৃশ্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও ফাঁস হয়েছে অভিনেত্রী সিমরত কাউর (Simrat Kaur) -র।
‘গদর’ ছবিতে সানি দেওল এবং আমিশা প্যাটেলের ছেলে উৎকর্ষ শর্মার প্রেমিকার ভূমিকাতে অভিনয় করেছেন সিমরত। যখন ‘গদর ২’ ছবির প্রচার চলছে জোরকদমে তখন সিমরতের এই ভাইরাল ভিডিওটিকে নিয়ে অনেক বিতর্ক দেখা দিচ্ছে। কারণ দর্শকদের একাংশের ধারণা হয়েছিল এটা বুঝি গদর সিনেমার দ্বিতীয় ভাগেরই কোনও দৃশ্য। এই সিনেমাতে দর্শকরা এমন দৃশ্য থাকার বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিলেন।
এই ভিডিওটিকে কেন্দ্র করে বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই সহ-অভিনেত্রীর হয়ে মুখ খুলতে বাধ্য হলেন আমিশা পাটেল। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে লিখে জানিয়েছেন এই ভিডিওটি গদর ২ সিনেমার দৃশ্য নয়। সেই সঙ্গে তিনি সিমরনের পক্ষ নিয়ে টুইট করে লিখেছেন, ‘সিমরাত কৌর যাকে আমরা গদর ২তে উৎকর্ষ শর্মার বিপরীতে দেখব তার হয়ে কথা বলতে গিয়ে দুটি সন্ধ্যা কেটে গেল। একজন মেয়ে হিসেবে অনুরোধ করছি আরেকটি মেয়েকে লজ্জার মুখে ফেলবেন না।”
আমিশা তার পোস্টে সকলের কাছে অনুরোধ করেছেন যাতে সিমরাতকে নিয়ে এইভাবে নেতিবাচকতা ছড়ানো না হয়। নতুন প্রতিভা হিসেবে তাকে সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তবে এতেও কিন্তু দর্শকরা শান্ত হচ্ছেন না। তাদের পাল্টা দাবি গদরের মত ছবিতে কেন সিমরতকে নেওয়া হবে? আমিশা এবং সানি দেওলের ভক্তরা প্রতিবাদ জানাতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Spent the entire evening 2day defending the negativity sorrounding Simrat Kaur who is paired opp Utkarsh Sharma in GADAR 2!! Being a girl I request all to only spread positivity n not shame a girl! Lets encourage new talent !! 👍🏻👍🏻
— ameesha patel (@ameesha_patel) July 12, 2023
একজন লিখেছেন, “প্রিয় আমিশা পাটেল ম্যাম। আমরা সানি দেওল স্যারের ভক্ত। অনলাইনে সিমরতের এইসব ছবি আর ভিডিও দেখে চিন্তিত। যিনি গদর ২তে উৎকর্ষ শর্মার বিপরীতে আছেন। কিভাবে পরিচালক অনিল শর্মা এরকম একটা মেয়েকে ছবিতে নিলেন যে এর আগে এরকম নোংরা কাজ করেছে।” তাদের উদ্দেশ্যে আমিশা লিখেছেন, “প্রিয় ভক্ত আপনাদের আগে থেকে অনুমান না করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দয়া করে সিনেমাটি হলে গিয়ে দেখুন।”
https://twitter.com/LuvAmeesha/status/1679104045863280640?s=20