অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অন্যতম জনপ্রিয় মুখ। বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলা সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও তার অবাধ বিচরণ। একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘রাজা গজা’ থেকে শুরু করে ‘খড়কুটো’ (Khorkuto), আর বর্তমানে ‘বালি ঝড়’ (Bali Jhor) এবং ‘গুড্ডি’ (Guddi)।
কিন্তু বিগত কয়েকদিন ধরে শুটিং বন্ধ রেখেছেন অম্বরীশ। শোনা যাচ্ছে অভিনেতা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে শুটিং সেটে তিনি আসতে পারছেন না। সেই সঙ্গে তার স্টেজ শো করাও বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন গোটা টলিউড এবং তার ভক্তরা। আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন সকলের প্রিয় ‘পটকা’।
হিন্দুস্তান টাইমস বাংলা সূত্রে খবর, অম্বরীশ ভট্টাচার্যের ভীষণ জ্বর এসেছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণাও হচ্ছে। জ্বর এত বেশি যে তার শরীর দুর্বল হয়ে গিয়েছে। যে কারণে এখন তিনি শুটিং করতে পারছেন না। ডাক্তার এখন পুরোপুরি তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অম্বরীশের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে রয়েছেন তার ভক্তরা।
সিনেমা হোক কিংবা সিরিয়াল, অম্বরীশ ভট্টাচার্য খুব বেছে বেছেই কাজ নেন। আজ পর্যন্ত তিনি সিরিয়ালে যে কটি চরিত্রে অভিনয় করেছেন সবকটিই বেশ পছন্দ করেছেন দর্শকরা। তার সে ‘খড়কুটো’র পটকা হোক কিংবা ‘গুড্ডি’র দোদুল বা এখন ‘বালি ঝড়ে’র ছোটকা। কিছুদিন আগেই দেবের ‘প্রজাপতি’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘কাবেরী অন্তর্ধান রহস্য’ সিনেমাতেও তাকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।
অম্বরীশ ভট্টাচার্য প্রথমে ‘রাজা গজা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন। এরপর থেকে শুরু হয় অভিনয় জগতে তার জয়যাত্রা। ভারী চেহারা সত্ত্বেও অভিনয় দক্ষতার জেরে তিনি বারবার যখনই ক্যামেরার সামনে এসেছেন, ততবার পর্দার সামনে যেন ম্যাজিক সৃষ্টি করেছেন। তিনি মুম্বাইতেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন।
বরাবর পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন অম্বরীশ। কিন্তু কখনও কখনও তার অভিনীত চরিত্রগুলো প্রধান চরিত্রদেরও ছাপিয়ে গিয়েছে। অনুরাগীরা পর্দাতে তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সেটে ফিরে আসুন এমনটাই চাইছেন দর্শকরা।