৬ মাসেই শেষ শুটিং! গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হবে জি বাংলার এই সিরিয়াল

হয়ে গেল অন্তিম শুটিং। বেজে গেল বিদায় ঘন্টা। গল্প অসমাপ্ত রেখেই বন্ধের মুখে জি বাংলার একটি সিরিয়াল। প্রথম প্রথম শোনা যাচ্ছিল বন্ধ হবে আনন্দী। কিন্তু আসলে তা নয়। আনন্দীর বদলে আরেকটি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। হয়ে গেল সেই ঘোষণা। আর আনন্দী পেল আরেকটি অন্তিম সুযোগ।

৬ মাসেই বন্ধের মুখে জি বাংলার এই মেগা সিরিয়াল

দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন জি বাংলাতে আসছে নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার। আর এই সিরিয়ালটি সন্ধ্যা ৬:৩০ টার সময় আনন্দীর স্লট দখল করেছে। এরপর শোনা গেল সন্ধ্যা ৬টায় নিম ফুলের মধুর জায়গায় পাঠানো হবে আনন্দীকে। এরপরই জি বাংলা আরেকটি নতুন সিরিয়াল তুই আমার হিরোর স্লট ঘোষণা করে দিয়ে জানালো সন্ধ্যার ওই স্লটটাও নতুন সিরিয়ালকে দেওয়া হয়েছে। তাই অনেকেই অনুমান করছিলেন হয়তো বা এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হবে। তবে না, আসলে এখন বন্ধের মুখে অমর সঙ্গী।

Amar Sangi

মাত্র ছয় মাসেই বন্ধ হতে চলেছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদুলির এই সিরিয়ালটি। প্রথমে দুপুরের স্লট দেওয়া হয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জীর প্রোডাকশন হাউজের এই সিরিয়ালটিকে। তারপর সেখান থেকে বিকেলে এবং বিকেল থেকে সরিয়ে সাড়ে পাঁচটার সময় সম্প্রচারিত হচ্ছিল। কিন্তু এখানেও বিপরীতে দুই শালিকের কাছে অমর সঙ্গী ভালো ফলাফল করতে পারছিল না টিআরপিতে। তাই এবার পাকাপাকিভাবে সিরিয়ালটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে তুই আমার হিরো? কপাল পুড়লো এই মেগা সিরিয়ালের

Anandi

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের ফিরছেন সবার প্রিয় ‘রামকৃষ্ণ’! থাকবেন এই সিরিয়ালে

আনন্দীর নতুন টাইম টেবিল

আগামী ১০ ই মার্চ থেকে সোম থেকে রবিবার প্রত্যেকদিন বিকেল সাড়ে পাঁচটার সময় সম্প্রচারিত হবে আনন্দী। ৯ই মার্চ অমর সঙ্গীর অন্তিম সম্প্রচার হবে। ২০২৪ সালে আগস্ট মাসে এই সিরিয়ালের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু টিআরপির অভাবে এবার বিদায় নিতে হবে অমর সঙ্গীকে।