জি বাংলাতে আসছে আরও একটা নতুন সিরিয়াল। ইচ্ছাধারী নাগকন্যা নামের এক নতুন সিরিয়ালের প্রথম ঝলক জি বাংলা ইতিমধ্যেই শেয়ার করেছে। যদিও এই সিরিয়ালের নায়ক-নায়িকার পরিচয় এখনও জানা যায়নি। তবে নতুন এই সিরিয়ালটিকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। বিশেষ করে এর সম্ভাব্য স্লট নিয়ে দর্শকদের মনে আগ্রহ প্রবল। কারণ এই মুহূর্তে জি বাংলাতে প্রাইম টাইমে প্যাকড আপ সিরিয়াল রয়েছে। এরমধ্যে কোন সিরিয়াল বন্ধ করে ইচ্ছাধারী নাগকন্যা আসবে?
ইচ্ছাধারী নাগকন্যাকে জায়গা দিতে বন্ধের মুখে এই সিরিয়াল
নতুন সিরিয়াল আসা মানেই উল্টে পাল্টে যায় একাধিক বাংলা সিরিয়ালের স্লট। বন্ধের মুখে পড়ে কোনও সিরিয়াল, কোনও সিরিয়ালের আবার স্লট বদলে যায়। ইচ্ছাধারী নাগকন্যার জন্য এবার বন্ধ হতে চলেছে অমর সঙ্গী। একাধিকবার স্লট বদলেও অমর সঙ্গী সিরিয়ালের টিআরপিতে কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ২০২৪ সালের আগস্ট মাসে এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল। এবার মাত্র ৭ মাসেই এই সিরিয়ালের বন্ধের দামামা বেজে গেল।
প্রসেনজিৎ চ্যাটার্জী প্রোডাকশন হাউজের এটা দ্বিতীয় সিরিয়াল ছিল। এই প্রোডাকশনের প্রথম সিরিয়াল আলোর কোলে মোটামুটি ভালোই চলেছে। কিন্তু অমর সঙ্গীতে এসে ধাক্কা খেল এই সিরিয়াল। নীল ভট্টাচার্য এবং শ্যামৌতি মুদুলির জুটিটা দর্শকরা ঠিক পছন্দ করলেন না। বর্তমানে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি। সিরিয়াল বন্ধ করে হয় এই স্লটেই আসবে ইচ্ছাধারী নাগকন্যা, আর নয় তো অন্য কোনও সিরিয়ালকেও পাঠানো হতে পারে অমর সঙ্গীর স্লটে। তারপর সেই প্রাইম টাইম পেয়ে যাবে নতুন সিরিয়ালটি।
আরও পড়ুন : চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সন্তু আসলে কে? রইল তার পরিচয়
আরও পড়ুন : জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫: কে কোন পুরস্কার পেল?
স্লট বদল হতে পারে কোন কোন সিরিয়ালের?
এই মুহূর্তে স্লটবদল নিয়ে চর্চায় রয়েছে জি বাংলার দুটি সিরিয়াল। কোন গোপনে মন ভেসেছে এবং মিঠিঝোরা। গল্পের ট্র্যাক পছন্দ না হওয়াতে দর্শকরা এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে এই দুটি সিরিয়াল বন্ধের ডাক দিয়েছেন। সে যাই হোক। নতুন সিরিয়াল নিয়ে কিন্তু দর্শকদের মনে আগ্রহ এখন প্রবল। দর্শকরা অনুমান করছেন হয়তো এই সিরিয়ালের হাত ধরে নাগিনী রূপে আবার টেলিভিশনের পর্দায় ফিরতে পারেন পল্লবী শর্মা, রুকমা মৈত্র কিংবা সৃজলা গুহরা। তবে শেষমেষ কোন নায়ক এবং নায়িকার ভাগ্যে শিকে ছিঁড়বে সেটাই দেখার।