টলিউড (Tollywood) অভিনেত্রী রত্না ঘোষালকে (Ratna Ghoshal) ইদানিং বাংলা সিরিয়ালের দিদা কিংবা ঠাকুমার ভূমিকায় অভিনয় করতে দেখছেন দর্শকরা। ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়ালে তিনি জেঠিমার ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) সিরিয়ালে তাকে নায়কের ঠাকুমার ভূমিকা অভিনয় করতে দেখা যাচ্ছে। ৬৯ বছর বয়সী এই অভিনেত্রীর জীবনে টানাপড়েন কিন্তু কিছু কম ছিল না।
জীবনে এতগুলো বছর পার করে ফেলেছেন রত্না ঘোষাল। স্বর্ণযুগে উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জীদের আমলে টলিউডে তার পথচলা শুরু হয়েছিল। সেই সময় বিভিন্ন সিরিয়ালে তিনি পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন। সম্প্রতি টলি ফোকাস কলকাতার কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তার অতীত জীবনের অজানা কথা তুলে ধরেন।
অভিনেত্রী জানিয়েছেন অভাবের সংসারে তারা ছিলেন চার ভাই বোন। বাবার মাথা খারাপ হয়ে যাওয়াতে চার ছেলে-মেয়েকে নিয়ে তাদের মায়ের পথে বসার উপক্রম হয়েছিল। এই সময় সংসারের হাল ধরতে হয়েছিল রত্নাকে। যে সময় তার বয়সী সকলে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যেতেন, রত্নাকে সেই সময় সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল।
খুব ছোট বয়স থেকেই কিন্তু অভিনয় করছেন রত্না ঘোষাল। তিনি জহর রায়, পাহাড়ি সান্যালদের মত প্রখ্যাত তারকাদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন। ছোটবেলাটায় সেভাবে খেলাধুলা করে হালকাভাবে দিন গুজরান করতে পারেননি তিনি। কিন্তু অত ছোট বয়সেই তিনি কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
রত্না ঘোষাল খুব ছোট থেকেই একটু একটু করে শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আসলে তার মেজদির ননদ ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত খলনায়িকা গীতা দে। গীতা দের সুবাদে প্রথম নাটক এবং থিয়েটারে কাজ করার সুযোগ পেয়েছিলেন রত্না। শিশু শিল্পী হিসেবে বিজয় বসুর ‘রাজা রামমোহন’ সিনেমাতে প্রথম অভিনয় সুযোগ পেয়েছিলেন তিনি।
এরপর ‘পান্না হিরে চুনি’ সিনেমার হাত ধরে তাকে প্রথম দর্শকরা চিনতে শুরু করেন। এছাড়া বহু বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সেই সঙ্গে সুপার হিট কিছু বাংলা সিনেমার তালিকাও রয়েছে তার ঝুলিতে। এরমধ্যে বয়েই গেল, গোয়েন্দা গিন্নি, খড়কুটো, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং বর্তমানে বাংলা মিডিয়াম উল্লেখযোগ্য।