বিশ্বকাপে ভাইরাল ‘আফগান সুন্দরী’ আসলে কে? রইল এই সুন্দরীর পরিচয়

বিশ্বকাপে ভাইরাল ‘আফগান গার্ল’ আসলে কে? কেন তাকে নিয়ে এত মাতামাতি সোশ্যাল মিডিয়ায়

World Cup 2023 : আইপিএল হোক অথবা বিশ্বকাপ (World Cup), দলের হয়ে গলা মেলাতে দেখা যায় হাজার হাজার মানুষকে। তার মধ্যে যখন কিছু কিছু মানুষকে তুলে ধরা হয় টিভির পর্দায়, তখন সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তেমনই একজন আফগান সুন্দরী রমণী হলেন ওয়াজমা আয়বি (Wazhma Ayoubi)। গতবারের এশিয়া কাপ থেকেই আলোচনায় উঠে এসেছেন এই আফগান সুন্দরী।

গতবছরও এশিয়া কাপে গ্যালারিতে ভারতের হয়ে গলা মেলাতে দেখা গেছে এই ক্রিকেট প্রেমীককে। সুন্দরীর নিজের দল অর্থাৎ আফগানিস্তান খেলুক বা না খেলুক ভারতের হয়ে গ্যালারিতে সবসময় গলা মেলাতে দেখা গেছে এই মিস্ট্রি গার্লকে। শুধু ভারতের হয়ে সমর্থন করেন তা নয়, একেবারেই ভারতের জার্সি পড়ে খেলা দেখতে আসেন তিনি।

Wazhma Ayoubi

ওয়াজমার বয়স ২৮ বছর। আফগানিস্তানের মেয়ে হলেও তিনি কর্মসূত্রে থাকেন দুবাইতে। বর্তমানে চাকরি ছেড়ে প্রসাধনী সংস্থা খুলেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সেই সঙ্গে দুবাইতে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। পড়াশোনার পাশাপাশি দেশের নানা বৈষম্যমূলক কাজকর্মের বিরুদ্ধে সমাজকর্মী হিসেবে কাজ করতে দেখা যায় এই সুন্দরীকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য মোহাম্মদ শামিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “ওএমজি, ৭ উইকেট! কী প্রভাব এবং একজন দুর্দান্ত ক্রিকেটার #MohammedShami অভিনন্দন টিম ইন্ডিয়া #RohitSharma #ViratKohli #INDvsNZ।”

Wazhma Ayoubi

ভারতীয় দলকে সাপোর্ট করার পাশাপাশি তিনি কিন্তু ব্যক্তিগতভাবে কেকেআরের অন্যতম ক্রিকেটার রিঙ্কু সিং-এর ভীষণ ভক্ত। আইপিএল যে ম্যাচটি ইডেনে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি দেখতে তিনি সুদূর আফগানিস্তান থেকে হাজির হয়েছিলেন কলকাতায়।ইডেনে কেকেআরের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় এই সুন্দরীকে।

আরও পড়ুন : কল্পনা নয়, সত্যিই বেঁচে আছে অঞ্জন দত্তের বেলা বোস, রইল তার আসল পরিচয়

Wazhma Ayoubi

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেট দল থেকে সিনেমার হিরো! এখন এইভাবে দিন কাটছে টলিউড অভিনেতার

কেকেআরের ম্যাচ শেষে রিঙ্কু সিং-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে ওয়াজমা লিখেছিলেন, একটা দারুন অভিজ্ঞতা হলো কলকাতা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই রিঙ্কু সিং এবং এই সুন্দরীর প্রেম নিয়ে শুরু হয়েছিল জল্পনা কল্পনা।