সালমানের ছবিতে ভিক্ষুক হয়েছিলেন, চেনেন এই অভিনেত্রীকে? চমকে দেবে আসল পরিচয়

বলিউডের ছবিতে আমরা অনেক অচেনা মুখকেই দেখতে পাই। কখনও কোনও ছোট চরিত্রে বা পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে, বলিউডের এমনি এক অভিনেত্রী হলেন অভিনেত্রী রাধিকা চৌধুরী (Radhika Chaudhari )। বলিউডের বহু ছবিতে তাকে দেখা গিয়েছে।

এই ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘গঙ্গাজল, ‘বাগবান’, ‘কাল হো না হো’। তাকে খুবই ছোট কোনও চরিত্রেই দেখা গিয়েছিল, কিন্তু অভিনেত্রী ছাড়াও তার পরিচয় রয়েছে। পরিচালক হিসেবেও তিনি বহু ছবিতে কাজ করেছেন।

RADHIKA CHAUDHARI

‘ডিভাইন ব্লিস’ নামে একটি টিভি সিরিয়াল পরিচালনা করেছিলেন তিনি এছাড়াও ‘এ ফ্যামিলি অফ ক্লাউনস’, ‘অরেঞ্জ ব্লসম’-এর মতো শর্ট ফিল্মও তৈরি করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি তিনি একজন প্রযোজকেও ভূমিকায় কাজ করেছেন।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছিলেন তিনি। রাধিকা ‘পাথি: দ্য হাফ’-এর মতো ছবিতে সম্পাদনা করেছিলেন। তবে অভিনেত্রী হিসেবে ৩০টির বেশি ছবিতে কাজ করছেন তিনি। যার মধ্যে একটি দক্ষিণী ছবিও রয়েছে।

RADHIKA CHAUDHARI

আসলে ১৯৮৭ সালের ১০ পুনেতে জন্মগ্ৰহন করেছিলেন। তিনি ভরতনআট্যমেও পারদর্শী। পুনে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তারপর মাস কম নিয়ে পড়াশোনা শেষ করে সিনেমার পর্দায় পা রেখেছিলেন তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন তিনি।

RADHIKA CHAUDHARI

তবে সম্প্রতি পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর পর তিনি শোক প্রকাশ করেছিলেন ‘তেরে নাম’ ছবিতে অভিনয় করেছিলেন রাধিকা। সেই সুবাদেই সতীশ কৌশিকের সঙ্গে পরিচয়। এই ছবিতে এক ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে তার চরিত্রটি বেশ জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে।