২০০ কোটির বাড়ি থেকে প্রাইভেট জেট, শাহরুখের সম্পত্তির খতিয়ান আম্বানিকেও লজ্জায় ফেলে দেয়

শাহরুখ খানের (Shah Rukh Khan) নামটাই যেন বলিউডের (Bollywood) জন্য একটা ব্র্যান্ড গড়ে দিয়েছে। শাহরুখের জন্যই আজ বলিউড ইন্ডাস্ট্রিকে চেনে গোটা পৃথিবী। ভারতীয় সিনেমার এই ‘বাদশা’র কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা মাত্র হাতে গোনা। শাহরুখ থাকলে মুক্তির আগেই ছবি হিট, এমনই একটা ধারণা রয়েছে বলিউডের অন্দরমহলে। বলিউডকে যিনি সমৃদ্ধ করেছেন তার নিজের সম্পত্তির ভান্ডারও কিছু কম নয়।

আশির দশকের অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসে পৌঁছেছিলেন শাহরুখ। তারপর ৩০ বছরের মধ্যেই তিনি ইন্ডাস্ট্রিতে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। গত তিন দশকে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সম্পত্তির খতিয়ান। বর্তমানে বলিউডের সবথেকে ধনী অভিনেতার তালিকায় প্রথম সারিতে থাকে তার নাম।

৫৭ বছর বয়সী এই অভিনেতা বছরে যে পরিমাণ রোজগার করেন তা জানলে তাক লেগে যাবে। প্রতিবছর ২৮০ কোটি টাকা করে উপার্জন হয় তার। শাহরুখের উপার্জনের একটা বড় অংশ আসে সিনেমা থেকে। তবে সিনেমা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন, ব্র্যান্ড ডিল ও সোশ্যাল মিডিয়া থেকেও প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি। সেই সঙ্গে তার নিজস্ব কিছু ব্যবসায়িক সংস্থা তো রয়েইছে।

শাহরুখ কলকাতা নাইট রাইডার্স গ্রুপ এবং রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার মালিক। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয় শাহরুখ খানের কাছে এই মুহূর্তে ৫৪০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার কাছে রয়েছে দু-দুটি বিলাসবহুল বাড়ি। এর মধ্যে একটি রয়েছে মুম্বাইতে। মুম্বাইয়ের ‘মন্নত’ বাড়িতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন কিং খান। এই বাড়ির দামই হল ২০০ কোটি টাকা।

শাহরুখের দ্বিতীয় বাড়িটি রয়েছে দুবাইতে। এই বাড়ির দাম ২১ কোটি টাকার কাছাকাছি। বাড়ির সঙ্গে তার কাছে রয়েছে একাধিক লাক্সারি গাড়িও। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে তার বাড়ির গ্যারেজে। সেখানে রয়েছে অডি, বি এম ডব্লিউ, রোলস রয়েস। তবে শুধু লাক্সারি গাড়ি নয়, দামী ভ্যানিটি ভ্যান থেকে শুরু করে প্রাইভেট জেটও রয়েছে শাহরুখের কাছে।

আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’। এই ছবির জন্য নাকি ১০০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। অবশ্য শাহরুখের পারিশ্রমিক বলিউড তারকাদের মধ্যে বেশ চড়া। চার বছর পর আবার বড় ব্যানারে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। তাই খুব স্বাভাবিকভাবেই আগামী বছরের জন্য দারুণ উৎসাহিত ভক্তরা।