সন্ধ্যাতারার ‘বিজয়া মাঠান’ আসলে কে? রইল সন্ধ্যার শাশুড়ি মায়ের আসল পরিচয়

বর্তমানে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শাশুড়ি এবং বৌমার সম্পর্কগুলো আর শুধুই কুটকাচালিমূলক নয়। শাশুড়ি মায়েদের কেমন হওয়া উচিত তা দর্শকদের শেখাচ্ছেন স্টার জলসা (Star Jalsha) -র শাশুড়ি মায়েরা। বিশেষ করে সন্ধ্যাতারা (Sandhyatara) সিরিয়ালের বিজয়া মাঠান (Bijaya Mathan) -র চরিত্রটাকে দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। জানেন বিজয়া মাঠান চরিত্রাভিনেত্রীর আসল পরিচয় কী?

এই সিরিয়ালে বিজয়া মাঠান চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঝুলন ভট্টাচার্য (Jhulan Bhattacharya)। তাকে এর আগে কখনও কোনও সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি। বলতে গেলে এটাই তার প্রথম সিরিয়াল। কিন্তু তার বাস্তবধর্মী অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যান। আদতে ঝুলন ভট্টাচার্য একজন থিয়েটার কর্মী। তবে তিনি কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন।

Jhulan Bhattacharya

মাত্র ছয় বছর বয়স থেকে অভিনয় করতে শুরু করেছেন ঝুলন। তিনি আদতে মুর্শিদাবাদের বহরমপুর শহরের বাসিন্দা। এখন অবশ্য কর্মসূত্রে তিনি কলকাতাতে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন। তাই অভিনয়টা তার কাছে একদম জলভাত। তিনি এর আগে ‘বল্লভপুরে রূপকথা’ সিনেমাতে অভিনয় করেছিলেন। তিনি মধুমিতার সরকারের সঙ্গে হইচইতে জাতিস্মর ওয়েব সিরিজেও কাজ করেছেন।

বল্লভপুরে রূপকথা সিনেমাতে ঝুলন ভট্টাচার্যের অভিনয় দেখেই পছন্দ হয়ে যায় সাহানা দত্তের। তাই তিনি তার পরবর্তী সিরিয়ালের জন্য তার কাছে প্রস্তাব পাঠান। অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেকদিন থেকেই বিভিন্ন সিরিয়ালে অভিনয় করার সুযোগ পাচ্ছিলেন। কিন্তু তিনি এতদিন সিরিয়ালে আসতে চাননি। কিন্তু এখন সিরিয়াল করতে করতে তার আফসোস হয়।

Jhulan Bhattacharya

ঝুলনের কাছে থিয়েটার হল ডাল-ভাত। আর এখন তিনি যে সিরিয়ালে কাজ করছেন সেটা তার কাছে কোরমা। তাই তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন আরও ভালোভাবে নিজেকে উপস্থাপন করার জন্য। কিন্তু অভিনয়টা আদতে তার রক্তে বইছে। বিজয়া মাঠানের চরিত্রে তার নিখুঁত অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

আরও পড়ুন : বাংলার গর্ব! ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেলেন টলিউডের এই অভিনেত্রী

sandhyatara

আরও পড়ুন : বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছেন বারবার! উত্তমকুমার ছাড়াও আর কার সঙ্গে প্রেম ছিল সাবিত্রীর?

আসলে বিজয়া মাঠানের ব্যক্তিত্ব, বিশেষ করে শাশুড়ি মা হিসেবে তার যে চরিত্রের বহিঃপ্রকাশ এখানে ঘটছে দর্শকরা তাতে মুগ্ধ হয়ে যান। পর্দায় তো বৌমা সন্ধ্যাকে সবসময় আগলাতে দেখা যায় তাকে। বাস্তবেও কিন্তু অন্বেষা হাজরার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। অন্বেষা পর্দার পাশাপাশি বাস্তবেও ঝুলনকে মা বলেই ডাকেন।