নাগা চৈতন্যের আগে কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন সামান্থা? তালিকার দৈর্ঘ্য দেখলে চমকে যাবেন আপনি

সম্প্রতি মহা ধুমধাম করে দক্ষিণী নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করলেন নাগা চৈতন্য (Naga Chaitanya)। নাগার্জুন পুত্রের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে হাইপ ছিল তুঙ্গে। এরই মাঝে বারবার উঠে আসছে নাগার্জুনের প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) প্রসঙ্গ। নাগার সঙ্গে প্রেম, বিয়ে এবং বিচ্ছেদকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে। বারবার উঠে এসেছে তার পুরনো প্রেমিকদের প্রসঙ্গ। দ্য ফ্যামিলি ম্যান, পুষ্পা সিনেমাতে আইটেম ডান্স থেকে শুরু করে সিটাডেল হানি বানি ও আগামী দিনে আদিত্য রায় কাপুরের সঙ্গে রক্ত ব্রহ্মাণ্ড সিনেমা, আপাতত কেরিয়ারে ঝড়ের গতিতে এগোচ্ছেন সামান্থা।

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ নামের তেলেগু ছবি দিয়ে অভিনয় দুনিয়াতে পা রাখেন সামান্থা। তার প্রথম নায়ক ছিলেন নাগা। এই ছবির সেটেই দুজনের প্রথম আলাপ হয়। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সময় দুজনেই অন্য সম্পর্কে আবদ্ধ ছিলেন। নাগার আগে তেলেগু অভিনেতা সিদ্ধার্থ ছিলেন সামান্থার জীবনে। যদিও সেসব সম্পর্ক খুব বেশিদিন টেঁকেনি। সিদ্ধার্থের সঙ্গে সামান্থার সম্পর্ক ভেঙেছিল অবিশ্বাসের কারণে। সামান্থা যে তার সহ অভিনেতাদের সঙ্গে মেলামেশা করতেন, এটা ভালোভাবে নিতে পারেননি সিদ্ধার্থ। এই নিয়ে তাদের কথা কাটাকাটিও হত। আবার কেউ কেউ বলেন সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু বিভিন্ন অজুহাতে সেই প্রস্তাব এড়িয়ে যেতেন অভিনেতা।

Samantha Ruth Prabhu

শোনা যায় সিদ্ধার্থ নাকি সেই সময় তার সহ অভিনেত্রী দীপা সান্নিধির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৫ সালে সামান্থার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক আলোচনা হয়েছিল। সেই সময় সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লেখেন, “সম্পর্ক থেকে আমি শুধু যন্ত্রণা পেয়েছি বলে অনেকে আলোচনা করছেন। কিন্তু তা সত্যি নয়। সিদ্ধার্থ খুব ভালো মানুষ। যা হয়েছে তা সম্পূর্ণ ব্যক্তিগত। দয়া করে কোনও পক্ষ নেবেন না। থামুন।” তবে দীপার সঙ্গেও সিদ্ধার্থের সম্পর্ক এগোয়নি। ২০২১ সালে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই বছরই তাদের বিয়ে হয়েছে।

এদিকে ২০১৪ সালে ‘অটোনগর সূর্য’ ছবির শুটিংয়ের সময় নাগা এবং সামান্থার সম্পর্ক আরও গভীর হতে থাকে। প্রথম প্রথম এই সম্পর্ককে লুকিয়ে রাখলেও ২০১৬ সালে এই সম্পর্ককে খোলাখুলি স্বীকার করেছিলেন দুজনে। ২০১৭ সালেই ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন নাগা এবং সামান্থা। কিন্তু তাদের সংসার ৪ বছরও টিকতে পারেনি। চতুর্থ বিবাহ বার্ষিকীর মাত্র ৪ দিন আগেই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের অক্টোবর মাসে তারা আলাদা হয়ে যান।

আরও পড়ুন : একবার নয় দুবার নয়, ৫ বার বিয়ে করেছেন এই অভিনেত্রী

Samantha Ruth Prabhu

আরও পড়ুন : উত্তম কুমারের নাতনিকে বিয়ে করেও কেন টিকলো না সংসার? মুখ খুললেন ভাস্বর চ্যাটার্জী

বিবাহ বিচ্ছেদের পরেও সামান্থাকে নিয়ে এমনই চর্চা চলেছে। শোনা যাচ্ছে বর্তমানে নাকি তিনি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এখন রাজের বেশিরভাগ ছবিতে তাকে কাস্ট করা হচ্ছে। প্রাক্তন স্বামী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে পড়লেও সামান্থার এখনই আবার নতুন করে সংসারে থিতু হওয়ার কোনও পরিকল্পনা নেই। বরং তিনি সম্পূর্ণ নজর দিতে চান তার কেরিয়ারে।