Rohit Roy Biography : হিন্দি টেলিভিশন জগতে রোহিত রায় (Rohit Roy) অত্যন্ত পরিচিত মুখ। এছাড়া তিনি টলিউড (Tollywood) -ও অভিনয় করেছেন।তার আরও একটি পরিচয় তিনি জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা রণিত রায়ের ভাই। তবে রোহিত অভিনয়ের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, এই নিয়েই ব্যস্ত থাকতে ভালবাসেন। কিন্তু তার ব্যাক্তিগত জীবন নিয়ে কম বিতর্কে জড়াননি। এমনকি তার বিরুদ্ধে অশালীন আচরণেও অভিযোগ উঠেছিল।
রোহিত রায় একজন বাঙালি শিল্পপতির ছেলে। দাদা রণিত রায় (Ronit Roy) -কে দেখে অভিনয় করার ইচ্ছা জাগে রোহিতের। তার অভিনয় শুরু ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জজ়বাত’ ছবির হাত ধরে। এরপর ১৯৯৫ সালে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে তিনি একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। এরপর ২০১১ সালে ‘ভোরের আলো’ ছবির মাধ্যমে বাংলা সিনেমার জগতে পা রাখেন। ‘মিসেস সেন’, ‘সাদা ক্যানভাস’ এবং ‘চেঙ্গিজ’ নামের বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি।
এরপর শরমন জোশীর বোন মানসী জোশীর সঙ্গে ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। তারপর রোহিত অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজ শুরু করেন। পরে নিজের একটি প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। এরপর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড খোলেন রোহিত। সেইসময় থেকেই রোহিতের জীবনে বিতর্কের শুরু।
প্রথমে তিনি বলি অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) -র সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সুস্মিতার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল অভিনেতার। এছাড়াও তারপর রোহিতের নাম জড়ায় বলি অভিনেত্রী টিসকা চোপড়া (Tiska Chopra) -র সঙ্গে। যদিও এই সম্পর্কের বিষয়ে অস্বীকার করেছেন অভিনেতা। তবে এখানেই শেষ নয়, এরপর বলি অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza) রোহিতের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন।
আলিবাগ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া আর রোহিত। সেই শুটিং চলাকালীন দিয়াকে নাকি অশালীন ভাবে স্পর্শ করেছিলেন অভিনেতা। এরপর অভিনেতার বিরুদ্ধে এক তরুণী বিষ্ফোরক অভিযোগ করেছিলেন। রোহিত নাকি ঐ তরুণীকে জোর করে চুমু খওয়ার চেষ্টা করেছিলেন। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন রোহিত। তার দাবি ছিল,”আমার নিজের মেয়ে রয়েছে। আমি এমন আচরণ করতেই পারি না।”
আরও পড়ুন : ১৫ বছরে বাড়ি ছেড়ে পালান, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই বাঙালি অভিনেত্রীর জীবন যেন সিনেমা
এসব বিতর্কে জড়ানোর পর তার কেরিয়ার আসতে আসতে নিচের দিকে নামতে শুরু করে। তবে অভিনয় ছাড়াও খেলাধুলোর প্রতি আগ্রহ রয়েছে রোহিতের। তারকাদের ফুটবল লিগেও অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও রোহিতের সোশ্যাল মিডিয়ায় ফ্যান বেস প্রচুর। ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষর গন্ডি পার করে ফেলেছে।
আরও পড়ুন : অমিতাভ নয়, শাহরুখও ফেল! এই ভারতীয় অভিনেতাই প্রথম ছবিপিছু ১ কোটি টাকা পারিশ্রমিক নেন