রাঙামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নবাগতা নায়িকার পরিচয়

বর্তমানে স্টার জলসার রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালটি দর্শকদের পছন্দের তালিকায় ঢুকে পড়েছে। টিআরপিতে এখন বেশ ভালই সাড়া পাচ্ছে নতুন এই সিরিয়ালটি। বিপরীতে জি বাংলার ফুলকির মত সিরিয়ালকেও পেছনে ফেলে দিচ্ছে রাঙামতি। যার কারিশমায় এত কিছু ঘটছে সেই রাঙামতি আসলে কে জানেন? গ্রামের ওই আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করছেন কোন নতুন অভিনেত্রী? আজকের এই প্রতিবেদনে রইলো তার আসল পরিচয়।

রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের রাঙামতি আসলে কে?

রাঙামতি চরিত্রটিতে অভিনয় করছেন মনীষা মন্ডল। মুর্শিদাবাদের খুবই সাধারণ একটি পরিবারের মেয়ে তিনি। যার পরিবারের সঙ্গে দূর দূরান্তেও অভিনয়ে সম্পর্ক ছিল না কোনও। সেই পরিবারের মেয়ে হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন মনীষা। অবশ্য তার বাবা মা চেয়েছিলেন মেয়ে যেন পড়াশোনা করে। অভিনয় নয়, তাদের স্বপ্ন ছিল মেয়েকে শিক্ষিকা হিসেবে দেখবেন। কিন্তু ছোটবেলা থেকেই নিজের লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন মনীষা। তিনি জানতেন অভিনেত্রীরা তাকে হতেই হবে।

All You Need To Know About Rangamati Tirandaj Fame Actress Manisha Mandal

কীভাবে অভিনয়ে এলেন মনীষা?

যখন ছোট ছিলেন তখন টিভিতে সিরিয়াল চললে তিনি সবাইকে বলতেন, “তোমরা আজ সিরিয়াল দেখছো, একদিন আমায় টিভিতে দেখবে।” সেই স্বপ্নকে পূরণ করতে কলকাতাতে চলে আসেন মনীষা। তখন তিনি কলকাতাতে এসেছিলেন অবশ্য পড়াশুনা করতে। কিন্তু পড়াশোনার পাশাপাশি তখন থেকে তিনি থিয়েটার শুরু করেন। থিয়েটার করতে করতেই তিনি পেয়ে গেলেন ধারাবাহিকের সুযোগ। তাও আবার স্টার জলসার মত সিরিয়ালে নায়িকা হওয়ার সুযোগ।

আরও পড়ুন : বদলে গেল নায়ক-নায়িকা, নতুন সময়ে নতুন নাম নিয়ে আসছে স্টার জলসার ‘কথা’

All You Need To Know About Rangamati Tirandaj Fame Actress Manisha Mandal

আরও পড়ুন : জি বাংলায় ফিরছেন দেবচন্দ্রিমা! কবে কোন সিরিয়ালে দেখা যাবে তাকে?

তবে প্রথম কাজটাই বেশ চ্যালেঞ্জিং মনীষার কাছে। কারণ তাকে এই সিরিয়ালে একটি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করতে হবে যে তীর ধনুক চালাতে ওস্তাদ। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘আমার কাছে দারুণ একটা চ্যালেঞ্জ ছিল, তীর চালানোর প্রশিক্ষণ নেওয়াটা। শুধু একটা কথা মাথায় রেখেছিলাম, যত কঠিনই হোক, আমায় পারতে হবে। আমার প্রশিক্ষকের পাশাপাশি ওঁর ক্লাস সেভেনের পড়ুয়া ছেলেও আমাকে তীর চালানো শিখিয়েছে। এখনও আমি পটু নই। তবে চেষ্টা চালাচ্ছি।’’

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)