বলিউড তারকাদের জীবনে কত কিছুই না ঘটে। কত গোপন রহস্য আছে তাদের জীবনের। একে একে সেইসব যখন প্রকাশ্যে আসে তখন সকলের চক্ষু চড়কগাছ হয়। সুপারস্টার রণবীর কাপুরের জীবনেও কিছু কম রহস্য লুকিয়ে নেই। আলিয়া ভাটকে বিয়ে করার আগে রণবীর কাপুরের জীবনে ছিলেন অনেক প্রেমিকা। কিন্তু রণবীর কাপুরের যে আরেকটি বিয়ে ছিল সেটা জানতেন কি? রণবীর কাপুর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তার প্রথম স্ত্রীর কথা।
রণবীর কাপুরের প্রথম স্ত্রী কে?
রণবীর বলেছেন তার একজন স্ত্রী রয়েছেন। তবে তার সঙ্গে এখনও তার দেখা হয়নি। তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করতেও চান। তিনি ছিলেন রণবীরের এক পাগল ভক্ত। কে সেই ভক্ত? কীভাবেই বা রণবীরের সঙ্গে তার বিয়ে হল? এই ঘটনা কিছু কম ইন্টারেস্টিং নয়। এই ঘটনা ঘটেছিল যখন রণবীর সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তখন একটি মেয়ে সরাসরি পুরোহিত নিয়ে চলে এসেছিলেন তার বাড়িতে।
রণবীর কাপুরের প্রথম বিয়ে
তবে সেই মেয়েটির সঙ্গে দেখা করেননি রণবীর। পরে ওয়াচম্যানের মুখে শুনেছিলেন ওই পাগল ভক্ত রণবীরকে না পেয়ে তার বাড়ির গেটকেই বিয়ে করে চলে গিয়েছিলেন। যে বাংলোতে রণবীর বাবা ও মায়ের সঙ্গে থাকতেন সেখানে গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিলেন। রণবীর সেদিন বাড়িতে ছিলেন না। পরে সব শুনে তার মনে হয়েছিল এটা ভালোবাসা ছাড়া আর কিছু নয়। তিনি এই ঘটনাকে ওই মেয়েটির পাগলামিও বলতে চান না। কারণ তাতে মেয়েটিকে অপমান করা হবে।
আরও পড়ুন : কাপুর বংশের গর্ব! শাম্মী কাপুরের ছেলে আসলে কে?
আরও পড়ুন : রূপে করিশ্মা-করিনা কাপুরদের হার মানাবেন! কাপুর বংশের এই সুন্দরীকে চেনেন?
রণবীর বলেছেন তিনি এখনো তার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করেননি। কিন্তু ভবিষ্যতে তিনি একদিন নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে চান। যাইহোক ২০২২ সালে আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। তার আগে বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন দুজনে। এখন রণবীর সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমাতে কাজ করছেন।