বাঙালি বীরাঙ্গনা রানীর ভূমিকায় শুভশ্রী! কে এই রায়বাঘিনী ভবশংকরী?

বিনোদিনী অতীত, এবার বাংলার এক বীরাঙ্গনা রানী রায়বাঘিনী ভবশংকরীর জীবনী উঠে আসবে টলিউড সিনেমায়। এই ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। রায়বাঘিনী ভবশংকরী আসলে কে ছিলেন? বাঙালি এই রানীর সম্পর্কে বাংলার মানুষ সেভাবে জানেন না। তবে প্রতিটা বাঙালির তার সম্পর্কে জানা উচিত। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মত বাংলার এই রানীর সম্পর্কে জানলে গায়ে কাঁটা দেবে আপনার।

কে এই রায়বাঘিনী ভবশংকরী?

বর্তমান হাওড়া ও হুগলি জেলার উপরে অতীতে ছিল ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য। রানী ভবশংকরীর জন্ম হয়েছিল সেখানেই চৌধুরী পরিবারে। তার পিতা ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের দুর্গ রক্ষক এবং সেনাদের যুদ্ধবিদ্যার প্রশিক্ষক ছিলেন। বাবার কাছেই ভবশংকরী যুদ্ধবিদ্যা, ঘোড়ায় চড়া, শিকার করা শিখেছিলেন। এমনকি তিনি যুদ্ধেও যেতেন। এই সাহসী নারী মুঘলদের ভয়ের কারণ হয়েছিলেন। যুদ্ধবিদ্যার পাশাপাশি তিনি সমাজ শাস্ত্র, রাজনীতি, কূটনীতি, দর্শন এবং ধর্ম শাস্ত্রেও পারদর্শী ছিলেন। তাই বিয়ে হয়েছিল রাজা রুদ্র নারায়ণের সঙ্গে।

Subhashree Ganguly

রায়বাঘিনী ভবশংকরীর অবদান

বিয়ের পর রানী হয়ে ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্যের সুরক্ষার জন্য তিনি খানাকুল ,ছাওনপুর, তমলুক, আমতা, উলুবেরিয়া ও নস্কর ডাঙ্গায় দুর্গ নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম যিনি সেনাবাহিনীতে মহিলাদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং সাম্রাজ্যের প্রতিটি পরিবারের একজনকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন। তার শাসনকালে দক্ষিণ পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তাদের সাম্রাজ্য বিস্তার হয়েছিল।

আরও পড়ুন : বহু বছর পর ফিরবে দেব ও শুভশ্রী জুটি! আসছে কোন সিনেমা?

আরও পড়ুন : গোটা গায়ে সরষের তেল মেখে ছবি তুললেন! শুভশ্রীকে দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

ভবশংকরীকে রায়বাঘিনি উপাধি দেন সম্রাট আকবর

এদিকে বিয়ের পর এক পুত্র সন্তানের জন্ম দেন ভবশংকরী। ছেলের বয়স যখন ৫ বছর তখন তার স্বামী রুদ্রনারায়ণের মৃত্যু হয়। এরপর তার রাজত্বে হামলা চালায় পাঠান সেনা। দাপটের সঙ্গে যুদ্ধ করে পাঠান সেনাদের ছত্রভঙ্গ করতে বাধ্য করেন রানী। এরপর তিনি সাম্রাজ্যের দায়ভার নিজে নেন। রানী ভবশঙ্করীর বীরত্বের কথা জেনে সম্রাট আকবর তার দিকে মিত্রতার হাত বাড়িয়েছিলেন। কারণ পাঠান সেনারা মুঘলদেরও মাথা ব্যথার কারণ ছিল। এরপর আকবর তাকে রায়বাঘিনী উপাধি দিয়েছিলেন। আজও হাওড়ার উদয়নারায়ণপুরে রানী ভবশঙ্করীর প্রতিষ্ঠিত রায়বাঘিনী মন্দির রয়েছে।