নায়কের থেকেও পারিশ্রমিক বেশি, ইনিই হলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভিলেন

বলিউড (Bollywood) -র ভিলেন বা খলনায়কের কথা বললেই আমাদের সবার আগে মাথায় আসে অমরেশ পুরী বা প্রেম চোপড়ার কথা। কিন্তু ৯০ দশকে এমন একজন খলনায়ক ছিলেন যিনি পারিশ্রমিক (Income) -র দিক থেকে এগিয়েছিলেন বড় বড় তারকাদের থেকেও। এত বড় তারকা হলেও তার নাম জানে না ২০ শতাংশ মানুষও। আমরা আজ বলবো বলিউড তারকা প্রেম নাথ মালহোত্রা (Prem Nath Malhotra) ওরফে প্রেম নাথের জীবন সম্পর্কে কিছু কথা।

জন্ম পাকিস্তানের পেশোয়ারে ১৯২৬ সালের ২১ নভেম্বর। দেশভাগের সময় অভিনেতার পরিবার পাকিস্তান ছেড়ে চলে আসে মধ্যপ্রদেশের জব্বলপুরে। বাবা ছিলেন পুলিশে কর্মরত তাই স্বাভাবিকভাবেই একমাত্র ছেলেকে সেনাবাহিনীতে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রেম সেই সময় মুম্বাইয়ের মায়া নগরীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন কিন্তু বাবার কথার অমান্য না করতে পেরে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু ভাগ্য বলল অন্য কথা।

Prem Nath Malhotra

সেনাবাহিনীতে যোগদান করার কয়েক মাসের মধ্যেই তিনি ফিরে আসেন বাড়িতে এবং নিজের স্বপ্নকে পূরণ করার জন্য মুম্বাই পাড়ি দেন। যোগ দেন পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারে। প্রথম কাজ করেন ১৯৪৮ সালে ‘অজিত’ নামক একটি সিনেমায়, যদিও তা সফল হয়নি। পরে ওই একই বছরে রাজ কাপুরের সিনেমা ‘আগ’, ১৯৪৯ সালে ‘বারসাত’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। সৌন্দর্য এবং দুর্দান্ত অভিনয় শৈলির কারণে তিনি হাজার হাজার মেয়ের পছন্দের পুরুষ হয়ে উঠেছিলেন রাতারাতি।

একসময় এই জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে শ্যালক রাজ কাপুরের থেকেও বেশি উপার্জন করতে শুরু করেন তিনি। তখন যখন রাজ কাপুর এক একটি সিনেমার জন্য ৭৫ হাজার টাকা নিতেন, দেবানন্দ নিতেন ৩৫ হাজার টাকা, দিলীপ কুমার নিতেন ৫০ হাজার ঠিক সেই সময়ে প্রেম নাথের সিনেমা প্রতি আয় ১.২৫ লক্ষ টাকা। ভারতের প্রথম সারির অভিনেতাদের আয়ের দিক থেকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি।

Prem Nath Malhotra

আরও পড়ুন : পরিবারের বিবাদ চরমে, সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন! কে কত টাকা পেল?

১৯৫০ সালে ‘অওরাত’ সিনেমা শুটিং চলাকালীন অভিনেত্রী বীনা রাইয়ের প্রেমে পড়েন প্রেম নাথ। ১৯৫২ সালের একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। পরবর্তীকালে বীণা এবং প্রেমনাথ একত্রে পি.এন ফিল্মের ব্যানার তৈরি করেন, যার হাত ধরে বেশ কয়েকটি সিনেমা তৈরি হলেও তা তেমনভাবে সাফল্য অর্জন করতে পারেনি। বৈবাহিক সম্পর্ক থেকে প্রেমনাথের দুই সন্তান রয়েছে যাদের নাম প্রেম কৃষ্ণ এবং কৈলাস নাথ।

আরও পড়ুন : মিঠুন চক্রবর্তীর স্ত্রী আসলে কে? রইল মহাগুরুর সুন্দরী স্ত্রীর আসল পরিচয়

Prem Nath Malhotra

আরও পড়ুন : ২০ বছর পর ‘কোই মিল গেয়া’র ছোট্ট মেয়েটি আজ কত সুন্দরী হয়েছে দেখুন

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আমেরিকার টেলিভিশন সিরিজে এবং ১৯৬৯ সালে জিম ব্রাউনের বিপরীতে একটি আমেরিকান সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৮৫ সালে ‘হাম দো’ নামক একটি সিনেমায় অভিনয় করে অভিনয় জগত থেকে অবসর নেন তিনি। ১৯৯২ সালে ৬৫ বছর বয়সে ৬৬ তম জন্মদিনের ঠিক ১৮ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।