Mukesh Ambani Sister Nina Kothari : এশিয়ার সবথেকে ধনী পরিবার হল আম্বানি পরিবার। ধনসম্পত্তির নিরিখে আম্বানিদের পরিবারের প্রত্যেক সদস্য কোটিপতি। ধীরুভাই আম্বানির সন্তানরা আজ সকলেই আপন আপন ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। মুকেশ আম্বানি আজ এশিয়ার সবথেকে ধনীতম ব্যবসায়ী। তবে ধীরুভাই আম্বানির সব থেকে কনিষ্ঠ সন্তান তথা মুকেশ আম্বানির বোন নীনা কোঠারি (Nina Kothari) -ও একজন সফল বিজনেস উওম্যান।
২০০৩ সালে নীনা কোঠারি ব্যবসার দিকে পা বাড়ান। শুরুতে তিনি ‘জাভাগ্রীন’ নামের একটি কফি এবং খাবারের ফুড চেইন খোলেন। ব্যবসায়িক বুদ্ধিতে তিনি কোনও অংশে তার বাবা কিংবা দাদাদের তুলনায় পিছিয়ে ছিলেন না। কয়েক বছরের মধ্যেই তার এই কোম্পানি সাফল্যের মুখ দেখে। খুব কম সময়ের মধ্যেই তার কোম্পানি কোটি কোটি টাকার অ্যানুয়াল রিটার্ন দিতে থাকে।
তবে ২০১৫ সালে নীনার জীবনে নেমে আসে বিপর্যয়। তার স্বামী ভদ্রসাম কোঠারির মৃত্যু হয় ক্যান্সারের কারণে। ওই সময় সন্তান এবং ব্যবসার দায়িত্ব পুরোটাই নীনার একার কাঁধে এসে পড়ে। নীনার দুই সন্তান নয়নতারা এবং অর্জুন কোঠারি। দুই সন্তানের দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যবসার দায়িত্বটাও গত ৮ বছর ধরে একা হাতে সামলাচ্ছেন নীনা।
ভদ্রসাম কোঠারির মৃত্যুর পর তার স্ত্রী মীনাকে কোঠারি সুগারস এন্ড কেমিক্যালস লিমিটেড (Kothari Sugars and Chemicals Limited) -র চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয় ২০১৫ সালে। তারপর থেকে নীনা তার ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন। তিনি খুব ভালোভাবেই তার দায়িত্ব পালন করেছেন। যার ফলশ্রুতিতে এইচসি কোঠারি গ্রুপ (HC Kothari Group) আজ সফলতার শিখরে পৌঁছেছে। এর পেছনে রয়েছে নীনার সাহসিকতা এবং তার কঠোর পরিশ্রম।
এখন অবশ্য নীনার ছেলে অর্জুন বড় হয়ে গিয়েছেন। ব্যবসার ক্ষেত্রে তিনি তার মাকে সহায়তা করছেন। অর্জুন এখন কোঠারি সুগারস এন্ড কেমিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এশিয়ার একজন সফল ব্যবসায়ী হিসেবে অর্জুনের নামও রয়েছে তালিকাতে। আর নীনার মেয়ে নয়নতারার বিয়ে হয়েছে কে কে বিড়লার নাতি শমিত ভরতিয়ার সঙ্গে।
গত ৮ বছরে কোনও পুরুষের সহায়তা ছাড়াই নীনা কোঠারি তাদের Kothari Petrochemicals Limited and Kothari Safe Deposits Limited ব্যবসাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছেন। মুকেশ আম্বানির যোগ্য বোন তিনি। ১৯৬০ সালের স্থাপিত কোঠারি গ্রুপস এন্ড কেমিক্যালস লিমিটেডের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬৮ হাজার ২৪৭ কোটি টাকা প্রায়। আর নীনার ব্যক্তিগত সম্পত্তি এখন ৫২.৪ কোটি টাকা।