জি বাংলাতে সবেমাত্র শুরু হয়েছে মালাবদল নামের একটি নতুন সিরিয়াল। এই সিরিয়ালের নায়ক সকলেরই চেনা। ‘কে আপন কে পর’, ‘খেলনা বাড়ি’ খ্যাত অভিনেতা বিশ্বরূপ ঘোষের সঙ্গে জুটি বেঁধেছেন জি বাংলার নবাগতা নায়িকা ঋতু পাইন। যাকে সবাই ‘ঘটকদিদি’ নামে চিনছেন। কে এই ঘটক দিদি? আজকের এই প্রতিবেদনে রইলো তার আসল পরিচয়।
জি বাংলার ‘ঘটকদিদি’র সঙ্গে কিন্তু বেশ পরিচয় আছে স্টার জলসার দর্শকদের। কারণ ঋতু এর আগে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে কিছুদিন কাজ করেছিলেন ইরার চরিত্রে। কিন্তু সেটা ছিল পার্শ্ব চরিত্র। এবার সরাসরি নায়িকার ভূমিকায় ধরা দিলেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের কাছে একটি সাক্ষাৎকারে সম্প্রতি ঋতু নিজের সম্পর্কে অনেক অজানা কথা জানিয়েছেন। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সিরিয়ালের নায়িকা হতে পেরে খুবই খুশি ঋতু।
মেদিনীপুরের মেয়ে ঋতু জানিয়েছেন পড়াশোনাতে তিনি খুবই ভালো ছাত্রী ছিলেন। কলেজে গোল্ড মেডেল পেয়েছেন ভালো পড়াশোনার জন্য। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল ছোট থেকেই। কলকাতায় আসার পর তিনি সেই সুযোগ পেয়ে যান। প্রথমে একটি বিউটি পেজেন্ট অংশ নিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে তার পথ চলা শুরু হয় টলিউড ইন্ডাস্ট্রিতে।
প্রথম প্রথম ঋতুকে মেদিনীপুর থেকেই অডিশনের জন্য কলকাতায় যাতায়াত করতে হতো। তারপর বিগত এক বছর ধরে কাজের সুবাদে তিনি কলকাতাতেই থাকছেন। মেদিনীপুরের স্কুল এবং কলেজে পড়াশোনা করেছেন তিনি। রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, যাকে গোপ কলেজ বলা হয়, সেই কলেজে ফুড সাইন্স এন্ড নিউট্রিশন নিয়ে তিনি এমএসসি পাস করেছেন।
পড়াশোনার পর ঋতু চাকরিও পেয়েছিলেন। তবে যেদিন তার চাকরিতে জয়েনিং, সেদিনই শুরু হয় শুটিং। কাজেই চাকরি ছেড়ে শুটিংটাকেই বেছে নিয়েছিলেন তিনি। শুধু পড়াশোনা আর অভিনয় নয়, ঋতু কিন্তু একজন ক্ল্যাসিকাল ডান্সার। ভারতনাট্যম, ক্লাসিক্যাল ডান্স, রবীন্দ্র নৃত্য পারেন তিনি। আবার বেকারিজের প্রতিও আগ্রহ আছে। তিনি খুব ভালো কেক বানাতে পারেন।
আরও পড়ুন : প্রেমিকাদের ATM কার্ড হিসেবে ব্যবহার করেন! সোহিনী-সায়ন্তনীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রণজয়ের
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘বউচুরি’! কবে কোন চ্যানেলে? দেখুন টাইমস্লট
ঋতু আপাতত তার সম্পূর্ণ ফোকাস রেখেছেন নতুন সিরিয়ালের উপর। তিনি চান তাদের এই সিরিয়াল বছরের পর বছর চলুক। টিআরপি নিয়ে একদমই এখন ভাবছেন না তিনি। কারণ দর্শকদের থেকে তিনি বেশ ভালই সাড়া পাচ্ছেন। তাই সিরিয়ালটিকে নিয়ে তিনি বেশ আশাবাদী। ‘অনুরাগের ছোঁয়া’র ইরাকে যেমন দর্শকরা পছন্দ করেছিলেন, তেমনই ‘মালা বদলে’র ঘটক দিদিও বেশ ভালোবাসা পাচ্ছেন দর্শকদের।