অভিনেত্রী থেকে রাজনীতি! সিনেমার থেকে কম নয় Lovely Maitra-র জীবন

বাংলা সিরিয়ালের নায়িকা থেকে এখন কট্টর রাজনীতিবিদ, লাভলী মৈত্রকে (Lovely Maitra) চেনেন না এমন মানুষ বাংলাতে নেই। আজ থেকে কয়েক বছর আগে তিনি ছোট পর্দা কাঁপাতেন। আর এখন চোখা চোখা সংলাপে কাঁপাচ্ছেন রাজনীতির মঞ্চ। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ কীভাবে হলেন ‘জলনুপুরে’র কাজু? সেটাও কোনও সিরিয়ালের গল্পের থেকে কম নয়।

অভিনয় দুনিয়া থেকে অনেকেই রাজনীতিতে পা রেখেছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে এই সংখ্যা আছে ভুরি ভুরি। লাভলী মৈত্রও সেই দলে নাম লিখেছেন। যদিও লাভলী তার আসল নাম নয়। তার আসল নাম অরুন্ধতী মৈত্র। তিনি খড়দহের মেয়ে। তার বাবার নাম শ্যামল মৈত্র। ২০২০ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন লাভলী। ২০০৯ সাল থেকে তিনি অভিনয় শুরু করেন।

Lovely Maitra

লাভলী ব্লুজ প্রোডাকশনের আওতায় ‘ষোলআনা’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় দুনিয়াতে পা রাখেন। এই সিরিয়ালটি ২০১৩ সালে শেষ হয়েছিল। তারপর তিনি সরাসরি চান্স পেয়ে যান স্টার জলসার ‘জলনুপুরে’। এখানেও তার চরিত্র দারুণ প্রশংসা পায়। এরপর দীর্ঘ সময়ের জন্য সিরিয়াল ছেড়ে দেন লাভলী। কয়েক বছর পর তিনি ‘মোহর’ সিরিয়ালের মাধ্যমে আবার ক্যামেরার সামনে আসেন। তারপর ‘গুড্ডি’তেও দেখা যায় তাকে।

অন্যদিকে ব্যক্তিগত জীবনের কথা বললে লাভলী মৈত্র বিয়ে করেছেন সৌম্য রায় নামের পুলিশের এক উচ্চ পদস্থ কর্তাকে। তাদের একটি কন্যা সন্তান আছে। কাজ এবং সংসারের পাশাপাশি রাজনীতিতেও বেশ আগ্রহ ছিল লাভলীর। পাকাপাকিভাবে রাজনীতিবিদ হওয়ার আগে তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে দেখা যেত। তিনি তৃণমূলের সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন।

Lovely Maitra

শাসকদল এর পর লাভলীকে সরাসরি প্রথম সারিতে এনে ফেলে। লাভলী হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে ছিলেন তিনি। রাজনৈতিক মঞ্চে তার কিছু বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনা হয়। সাম্প্রতিককালে তার ‘বদল নয় বদলা চাই’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

আরও পড়ুন : টলিউডের গর্ব, আরজি করের প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন এই অভিনেতা

Lovely Maitra

আরও পড়ুন : প্রতিবাদে নেমে হাসছেন কেন? পাল্টা জবাবে ধুয়ে দিলেন স্বস্তিকা

প্রকাশ্য জনসভায় এর আগেও লাভলী অনভিপ্রেত মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিরোধীদের প্রতি ‘বদলা’ মন্তব্যে বেড়েছে সমালোচনার ঝাঁজ। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন চিকিৎসকরা। অভিনয় ছেড়ে এখন রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত আছেন তিনি। আগামী দিনে রিল ক্যামেরার সামনে আবার ফিরবেন কি? উত্তর দেবে সময়।