বিহারের রাজনৈতিক জগতে খুবই জনপ্রিয় হল যাদব পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে একজন লালু সিং যাদব। বরাবরই বিভিন্ন রাজনৈতিক কারণে চর্চায় থাকেন লালু প্রসাদ যাদব। তবে তার মতোই তার পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav) যথেষ্ট জনপ্রিয়।
তেজস্বীকে বিহারের রাজনৈতিক জগতের তারকা বলা যেতে পারে। বাবা মতো তিনি রাজনীতিতে নিজের মজবুত জায়গা বানিয়ে ফেলেছিলেন। বর্তমান সময় রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন তিনি। তবে অনেকেই হয়তো চেনে না তেজস্বীর যাদবের স্ত্রীকে। প্রেম করেই বিয়ে করেছিলেন তেজস্বী যাদব।
কিন্তু শুনলে অবাক হবেন যে, তার স্ত্রী একজন খ্রিস্টান। নাম রাচেল গোডিনহো। ছোটবেলা থেকেই রাচেলকে চেনেন তেজস্বী। নয়াদিল্লির আর কে পুরমে ডিপিএস স্কুলে পড়তেন তেজস্বী। সেই স্কুলেই পড়তেন রাচেল। যদিও রাচেল নিজেও কিন্তু দিল্লির মেয়ে নন, হরিয়ানার রেওয়ারির বাসিন্দা তিনি।
পরে দিল্লি চলে এসেছিলেন পরিবার নিয়ে। রাচেল এক সময় কেবিন ক্রু হিসেবে কর্ম জীবন শুরু করেছিলেন। তারপর তেজস্বী সঙ্গে বিয়ের পর তিনি এখন যাদব পরিবারের পুত্র বধূ। রাচেলকে বিয়ে করার কথা বাবাকে কীভাবে বলেছিলেন? সেটা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তেজস্বী।
তিনি জানিয়েছিলেন, ” আমি বাবাকে বলেছিলাম যে, আমি একটা মেয়েকে ডেট করছি। ওকেই বিয়ে করতে চাই। কিন্তু ও খ্রিস্টান।” তার বাবা বলেছিলেন, “ঠিক আছে। কোনও সমস্যা নেই।” তারপর ২০২১ সালের ৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর রাচেলের নাম পরিবর্তন করে রাখা হয় রাজশ্রী যাদব।
সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাচেল। তারপর তেজস্বী টুইট করে সেই খবর জানিয়েছেন সকলকে। ঐ টুইটে তিনি লিখেছিলেন, “ঈশ্বর সন্তুষ্ট হয়ে কন্যারূপে উপহার পাঠিয়েছেন।” তার এই টুইট থেকে স্পষ্ট বোঝা গিয়েছে যে প্রথমবার বাবা হয়ে তিনি কতটা খুশি হয়েছেন।