‘জগদ্ধাত্রী’র নায়ক ‘স্বয়ম্ভু’ আসলে কে? রইল জি বাংলার নায়কের আসল পরিচয়

আনকোরা নতুন জুটিকে নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ কয়েক মাস আগে শুরু হয়েছিল জগদ্ধাত্রী (Jagadhatri) নামের একটি সিরিয়াল। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee)। জি বাংলাতে এটাই তাদের প্রথম কাজ। শুরুর পর থেকেই জগদ্ধাত্রী কার্যত ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিতে শুরু করে। বর্তমানে এই সিরিয়ালটির টিআরপি যথেষ্ট উঁচু।

টানা ২ মাস ধরে জগদ্ধাত্রী ছিল টিআরপি টপার। বর্তমানে এই সিরিয়ালটি অনুরাগের ছোঁয়ার জন্য পেছনে পড়ে গিয়েছে ঠিকই কিন্তু চ্যানেল টপারের আসন ধরে রেখেছে। গল্পের পাশাপাশি এই সাফল্য ধারাবাহিকের কলাকুশলীদের উপরেও যায়। জগদ্ধাত্রীর পাশাপাশি নজর কাড়ছেন স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখার্জীও।

JAGADHATRI

জি বাংলার এই নতুন নায়ক কিন্তু বাংলা টেলিভিশনের পর্দার নতুন মুখ নন। এর আগে তিনি কালার্স বাংলাতে ত্রিশূল নামের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন। কিন্তু জগদ্ধাত্রী তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেতা জানিয়েছেন তার অভিনয়ের জীবন শুরুর অজানা গল্প।

হাওড়ার ছেলে সৌম্যদীপ উচ্চ মাধ্যমিক পাশ করে মডেলিং করতে শুরু করেন। তিনি বরাবর নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চেয়েছিলেন। মডেলিং করতে করতে বেশ কিছু বিজ্ঞাপনের সুযোগ এসেছিল তার হাতে। কাজের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন তিনি। তার জন্য নাইট কলেজে ভর্তি হয়েছিলেন সৌম্যদীপ।

JAGADHATRI

২০১৭ সালে মডেল হিসেবে তার কাছে একটা বড় কাজের সুযোগ আসে। তারপর তিনি ‘ত্রিশূল’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে যান। তারপর সেখান থেকে তিনি জগদ্ধাত্রীতে নায়কের ভূমিকায় কাজ করার সুযোগ পান। বর্তমানে জগদ্ধাত্রীই তার একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি মন দিয়ে সিরিয়ালে কাজ করতে চান এখন।

JAGADHATRI

সৌম্যদীপের মতে জগদ্ধাত্রী হল এমন একটি গল্প যা দেখতে গিয়ে দর্শকদের কখনও একঘেয়েমি আসবে না। প্রায় প্রত্যেক সপ্তাহেই ভাল টিআরপি দিচ্ছে জগদ্ধাত্রী। আপাতত সৌম্যদীপ হাওড়া থেকে রোজ বেহালা স্টুডিওতে যাতায়াত করছেন। মা-বাবাকে নিয়ে তার ছোট্ট সংসার। তিনি ইন্ডাস্ট্রিতে যেমন যেমন সুযোগ পাবেন, তেমনভাবেই নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে এই মাটিতে নিজের ভিত শক্ত করতে চান।