২০২৩ মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন নন্দিনী, রইল এই সুন্দরীর পরিচয়

প্রতিবছর ভারতের সেরা সুন্দরী নারীকে বেছে নেওয়া হয় ‘মিস ইন্ডিয়া’ (Miss India) প্রতিযোগিতার মাধ্যমে। তবে এখানে শুধু নিজের সৌন্দর্যের প্রমাণ দিতে হয় না বরং তার সঙ্গে প্রতিযোগিদের প্রমাণ দিতে হয় নিজেদের বাস্তব বুদ্ধির। এভাবে বেছে নেওয়া হয় সেরা সুন্দরীকে। সম্প্রতি এবছরেও শেষ হয়েছে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা।

এবছর এই প্রতিযোগিতা জিতেছেন রাজস্থানের বাসিন্দা ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা (Nandini Gupta)। আর দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ ও মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন। এবার ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) প্রতিযোগিতায় ভারতের হয় ভাগ নেবেন নন্দিনী।

NANDINI GUPTA

এবছর ‘মিস ইন্ডিয়া’র ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের মণিপুরে। সেখানে উপস্থিত ছিলেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা বহু প্রতিযোগিরা। কিন্তু সকলকে হারিয়ে বিজয়ী হয়েছেন নন্দিনী। ১৯ বছর বয়সী নন্দিনীর জন্ম রাজস্থানের কোটায়।

তিনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে সেই বিষয়ে ডিগ্ৰি অর্জন করেছেন। নন্দিনী রতন টাটা‌র‌ মতাদর্শে অনুপ্রাণিত। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন তিনি। ছোটবেলা থেকেই নন্দিনীর স্বপ্ন ‘মিস ইন্ডিয়া’ হওয়ার।

NANDINI GUPTA

তাই ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মডেলিং চালিয়ে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ২০২৩ সালে নন্দিনীর ‘মিস ইন্ডিয়া’ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এবছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে রাজস্থান থেকে মণিপুরে এসেছিলেন নন্দিনী গুপ্তা। তার এই সাফল্যে খুশি হয়েছেন তার পরিবারের সদস্যরাও।

NANDINI GUPTA

অন্যদিকে, এবছর মণিপুরে অনুষ্ঠিত হওয়া ‘মিস ইন্ডিয়া’ ২০২৩-এর মঞ্চে পারফর্ম করেছেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে। আর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিল অভিনেত্রী ভূমি পেডনেকর ও মণীশ পলের উপর। আর বিচারকের আসনে ছিলেন নেহা ধুপিয়া, বক্সিং আইকন লাইশ্রম সরিতা দেবী, কোরিওগ্রাফার টেরেন্স লুইস, পরিচালক ও লেখক হর্ষবর্ধন কুলকার্ণি এবং খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রকি স্টার ও নম্রতা জোশিপুরা মতো ব্যক্তিত্বরা।