ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারস্টার, অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন অভিনব চতুর্বেদী?

দূরদর্শনের প্রথম সুপারস্টার ছিলেন অভিনেতা অভিনব চতুর্বেদী (Abhinav Chaturvedi)। ১৯৬৪ সালের দে দিল্লিতে এই অভিনেতা জন্মগ্ৰহন করেছিলেন। তার অভিনীত ‘হাম লোগ’ (Hum Log) ধারাবাহিকটি এক সময় খুব জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকের ‘নানহে’ চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

সেই সময় এই ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা ভারতে নানহে নামেই পরিচিতি পান অভিনেতা অভিনব চতুর্বেদী। রাতারাতি তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিল এই ধারাবাহিক। এর পরেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি। পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

HAM LOG

‘পর্বত কে উস পার’, ‘ভ্রষ্টচার’, ‘সওদাগর’, ‘বাজ’ এবং ‘বুনিয়াদ’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাকে। এই প্রতিটি ছবি বক্স অফিসে হিট ছবি। তবে মাঝে কিছু ফ্লপ ছবিতেও কাজ করেছিলেন তিনি। কিন্তু বলিউডে এতগুলি হিট ছবিতে অভিনয় করার পরেও অভিনয় জগত থেকে হারিয়ে যান তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ১৯৯২ সালে সলমন খানের চলচ্চিত্র সূরিয়াবংশীত। তারপর ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি।

আসলে ছবিতে অভিনয় করার জন্য খুব কম টাকাই দেওয়া হতো তাকে। এমনকি মুম্বাইতে নিজের বাড়িও ছিল না। অন্যদিকে, তার বাবার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি চাইলেও তার বাবাকে মুম্বাইয়ে রাখতে পারেননি, তাই তাকে মুম্বাই ছাড়তে হয়েছিল।

Abhinav Chaturvedi

সেই সময়ে, তিনি নিশ্চিতভাবে একটি ধারণা করেছিলেন যে তিনি কেবল মুম্বাই ছাড়ছেন না, তিনি চলচ্চিত্র জগত থেকেও দূরে চলে যাচ্ছেন। অভিনয় কেরিয়ারে সাফল্য না আসায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর তিনি মুম্বাই ছাড়েন।

Abhinav Chaturvedi

জানা গিয়েছে, তিনি দিল্লিতে আসার সাথে সাথেই নিজের একটি প্রোডাকশন হাউস খুলেছিলেন। কিন্তু সেখান থেকেও সাফল্য পাননি তিনি। শেষ পর্যন্ত কর্পোরেট ইভেন্টগুলি নিয়ে কাজ শুরু করলে সাফল্য আসে তার জীবনে।