লোকের এঁটো বাসন মেজে, ঘর মুছে চলেছে সংসার, অতীতের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন দেব

আজ টলিউডের (Tollywood) একজন হার্টথ্রব অভিনেতা দেব (Dev)। তিনি শুধু সুপারস্টার নন, তিনি টলিউডের মহানায়ক। অভিনয় থেকে রাজনীতি, আজ সর্বত্র অবাধ বিচরণ তার। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি প্রযোজক। এখন ইন্ডাস্ট্রির একজন মাথা বলা যেতে পারে তাকে। তবে তার অতীতের দিনগুলো কিন্তু আজকের মত এতটা উজ্জ্বল ছিল না।

দেব অগ্নিশপথ ছবি দিয়ে টলিউডের পা রেখেছিলেন। তার প্রথম ছবি সেভাবে বক্স অফিসে সফল হয়নি। তবে তিনিই পরে ইন্ডাস্ট্রির চার চারটি সর্বাধিক বাণিজ্য সফল ছবির মধ্যে তিনটির নায়ক হয়ে যান। ২০০৭ সালে আই লাভ ইউ ছবি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। তবে তার আগে পর্যন্ত তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে।

DEV

দেবের বাবার মুম্বাইতে ক্যাটারিং এর ব্যবসা ছিল। দেব কলেজে পড়ার সময় থেকে তার বাবাকে সেই কাজে সাহায্য করতেন। তিনি বাবার সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহ করার কাজ করেছেন। তখন থেকেই লাইট ক্যামেরা একশনের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সম্প্রতি অনুরাগ বসুর টক শোতে হাজির হয়ে তিনি তার অতীতের কথা তুলে ধরেন।

অনুরাগ বসুর ‘কে হবে বিগেস্ট ফ্যান’ শোতে হাজির হয়েছিলেন দেব। সেখানে অনুরাগ তাকে বলেন “আমি শুনেছি সব টিফিন যখন বাড়ি থেকে চলে আসতো তুমি পুরো ঘরটা মুছতে। সেখান থেকে আজ তুমি এখানে।” অনুরাগের মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। তিনি তখন আসল ঘটনাটা প্রকাশ করেন।

DEV

দেব বলেন তিনি অনেকের বাসন ধুয়েছেন। হয়তো অনুরাগ বসুর থালাও ধুয়েছিলেন। অনুরাগ বসুকে তিনি অনেক আগে থেকে চেনেন। তাকে দেখেছেন শুটিংয়ে। এমনও হয়তো হয়েছে অনুরাগ যে থালায় খাবার খেয়েছেন সেই প্লেট দেব ধুয়েছিলেন। সেখান থেকে আজ অনুরাগ বসুর সামনে বসে আছেন দেব, এটাই তার কাছে অনেক বড় স্বপ্ন।

DEV 1

দেবের কথা শুনে অনুরাগ বসুর আবেগ ধরে রাখতে পারেননি। তিনি তাকে বুকে টেনে নেন। দেব এরপর বলেন প্রত্যেক ছেলে-মেয়ের তাদের বাবা-মায়ের কাজকে সাপোর্ট করার দরকার। তিনি যদি হিরো না হতেন তাহলে বাবার ওই ক্যাটারিংয়ের ব্যবসার কাজটাই তিনি করতেন।