খাদান (Khadaan) সিনেমাতে বিড়ি জ্বালানোর স্টান্ট দেখাতে গিয়ে ৫৫ বার নিজের ঠোঁট পুড়িয়েছেন দেব (Dev)। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু ঠোঁট নয়, জিভ থেকে দাঁড়ি সবই পুড়েছে তার ওই একটিমাত্র দৃশ্য প্র্যাকটিস করতে গিয়ে। ২০২৪ সালের টলিউডের অন্যতম বড় হিট খাদান নিয়ে উঠে আসছে একের পর এক অজানা তথ্য। তার মধ্য থেকে এই তথ্য জেনে কার্যত শিউরে উঠছেন নেট নাগরিকরা।
জিভের ডগায় জ্বলন্ত বিড়ি নিয়ে দেব যেটা দেখিয়েছেন, সেটা খুবই পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু বড় সহজ ছিল না এই কাজ। ওই দৃশ্যের প্র্যাকটিস করতে গিয়ে ৫৫ বার নিজের ঠোঁট, জিভ এবং দাড়ি পুড়িয়েছেন দেব। কিন্তু কেন? এত কঠিন কাজ কেনই বা তিনি করতে গেলেন? তিনি তো চাইলে এর থেকে সহজ কিছু করতে পারতেন।
বিড়ি, সিগারেট বা চুরুট নিয়ে বলিউড, দক্ষিণ এবং টলিউড নায়করা অনেক সোয়্যাগই দেখিয়েছেন। কিন্তু তাদের সবার থেকে আলাদা ছিল দেবের এই স্টান্ট। বিপদজনকও বটে। আসলে দেব তার এই সিনেমাকে হিট করাতে একটুও খামতি রাখতে চাননি। ইউনিক কিছু করে দেখাতে চেয়েছিলেন তিনি যাতে দক্ষিণ কিংবা বলিউডের কপি বলে মনে না হয়।
আরও পড়ুন : ফিরিয়েছেন খাদান সিনেমার প্রস্তাব, দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত?
আরও পড়ুন : কত টাকার মালিক সুপারস্টার দেব?! ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল
দেব এতটাই ডেডিকেটেড তার কাজ নিয়ে। খাদান ছিল তার স্বপ্নের প্রজেক্ট। এর জন্য জ্বলন্ত বিড়ি মুখে ভরতেও দুবার ভাবেননি। তার কঠোর পরিশ্রম বিফলে যায়নি। দর্শকরাও দুহাতে ভরিয়েছেন তাকে। টলিউডের দুর্দিনের বাজারেও রেকর্ড সাফল্য পাচ্ছে খাদান। দেব আগেই বলেছিলেন টলিউডের ঘুরে দাঁড়ানোর জন্য খাদানকে হিট হতেই হবে। তবেই পরবর্তী দিনে আরও বড় বাজেটের বড় কিছু তিনি উপহার দিতে পারবেন দর্শকদের। সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দেব।