প্রত্যেক বারের মত এবারেও দর্শকদের জন্য একাধিক নতুন চমক নিয়ে শুরু হয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স। মঞ্চে উপস্থিত রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, কৌশানি চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, মৌনি রায়, শ্রাবন্তী চ্যাটার্জীরা। তবে আসল চমক তো রয়েছে প্রতিযোগীদের তালিকায়। এই বছরের ডান্স বাংলা ডান্সের মঞ্চের এক প্রতিযোগী পূজা হালদার সকলকে অবাক করে দিয়েছেন। মুক ও বধির মেয়েটির নাচ দেখলে চোখ ফেরাতে পারবেন না কেউ।
ডান্স বাংলা ডান্সের পূজা আসলে কে?
এক বুক স্বপ্ন নিয়ে ডান্স বাংলা ডান্সের অডিশন রাউন্ডে হাজির হয়েছিল ব্যারাকপুরের মেয়ে পূজা হালদার। সে কথা বলতে কিংবা শুনতে পারে না। বিশেষভাবে সক্ষম এই মেয়ে কিন্তু নাচে অসাধারণ। তবে গান না শুনেই সে কীভাবে একের পর এক নাসির স্টেপ তুলে ফেলে? সুরের সঙ্গে তাল মিস হয় না তার। ব্যাপার দেখে দর্শকরা তো বটেই, বিচারকরা অবাক হয়েছেন। তার নাচ দেখে সকলের চোখে জল এসেছে।
কীভাবে নাচ শিখলো পূজা?
ডান্স বাংলা ডান্সের অডিশন রাউন্ডে নির্বাচিত হওয়ার পর পূজা তার নাচের স্যারের সঙ্গে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তার নাচের প্রশিক্ষক ময়ূখ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, “এই মানুষটির জন্যই আজ আমি এখানে।” তিনি আরও লেখেন, “স্বপ্নরা সত্যি হয়। ছোটবেলায় দেখা স্বপ্ন থেকে সেটিকে বাস্তবে পরিণত করা। এই সফর আসলেই অসাধারণ। থ্যাঙ্ক ইউ স্যার আমার উপর বিশ্বাস রাখার জন্য। বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে নির্বাচিত হওয়া সম্ভব হত না, আপনার গাইডেন্স ছাড়া। এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ সম্ভব নয়।’’
আরও পড়ুন : জি বাংলায় ফিরছেন দেবচন্দ্রিমা! কবে কোন সিরিয়ালে দেখা যাবে তাকে?
আরও পড়ুন : আসছে ‘Zee Bangla সোনার সংসার অ্যাওয়ার্ড’, কারা পেলেন সেরার সেরা পুরস্কার? রইল সম্প্রচারের দিনক্ষণ
ডান্স বাংলা ডান্সের পূজার জীবন সিনেমা থেকে কম নয়
ডান্স বাংলা ডান্সে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন পূজার মা। তিনি জানান মেয়ে কথা বলতে পারবে না ও কানে শুনতে পারবে না জেনে তার স্বামী তাকে এবং পূজাকে ছেড়ে চলে যান। ছোট থেকেই পূজাকে একা লড়াই করে মানুষ করেছেন তার মা। এত কষ্ট, সমস্যার মধ্যেও তিনি মেয়ের নাচের ইচ্ছেকে মরে যেতে দেননি। মেয়েকে তিনি তৈরি করেছেন সেই ভাবেই যেভাবে সে চেয়েছে। পূজার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন তার মেয়ে হালকা বিট অনুভব করতে পারে ছোট থেকে। তাই এভাবেই সে নাচ শিখেছে। পূজার নাচ দেখে মিঠুন চক্রবর্তীও মুগ্ধ।