কয়েক সপ্তাহ আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) নতুন সিজন। খুদে প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতা প্রথম থেকেই বেশ উপভোগ করছেন দর্শকরা। প্রায় ১২ বছর পর আবার মহাগুরুর আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী। পর্দায় তাকে দেখেই নস্টালজিক হয়ে পড়েছেন দর্শকরা।
ডান্স বাংলা ডান্স যখন শুরু হয় তখন প্রথমদিকে এই অনুষ্ঠানে যারা প্রতিযোগী হিসেবে ছিলেন, সেই সঙ্গে যারা খুদে সঞ্চালক কিংবা সঞ্চালিকা বড় বড় দায়িত্ব পালন করেছিলেন তারা আজ আর কেউই ছোট নেই। এদের মধ্যে ছিলেন অরিত্র দত্ত বনিক, তাথৈ (Tathoi Deb), সুরঙ্গনা। অরিত্র এবং সুরঙ্গনার খোঁজ মিললেও তাথৈয়ের কার্যত আর কোনও খোঁজ নেই। জানেন এখন কোথায় আছেন তিনি?
অরিত্র এবং তাথৈ যখন ডান্স বাংলা ডান্সের মঞ্চে ছোট্ট সঞ্চালক হিসেবে এসেছিল তখন তাদের বয়স ছিল খুবই কম। সঞ্চালনার পাশাপাশি অভিনয়ের দক্ষতা ছিল তাদের। যে কারণে পরবর্তীকালে অরিত্রর পাশাপাশি তাথৈ বেশ কিছু সিনেমাতে অভিনয় করার সুযোগ পান। কিন্তু আচমকাই ইন্ডাস্ট্রি থেকে কোথায় যেন গায়েব হয়ে গেলেন তিনি।
ছোটবেলায় মিষ্টি চেহারা এবং মিষ্টি মিষ্টি কথা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তাথৈ। ডান্স বাংলা ডান্সের কথা উঠলে আজও তার কথা মনে পড়ে যায় দর্শকদের। সেই সঙ্গে কেন তিনি পর্দাতে আর অভিনয় করছেন না এই প্রশ্ন ভাবায় তাদের। অথচ শিশু শিল্পী হিসেবে তিনি কিন্তু নীল রাজার দেশে, সব চরিত্র কাল্পনিক, চলো পাল্টাই, খোকাবাবুর মত ছবিতে অভিনয় করেছিলেন।
কিন্তু একটা সময় পর বলতে গেলে অভিনয় ছেড়েই দেন তাথৈ। বদলে পুরোপুরি পড়াশোনার উপর তিনি মনোযোগ দেন। ন্যাশনাল জেমস স্কুল স্কুলের পাঠ শেষ করে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হন তিনি। এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি টরেন্টোয় চলে গিয়েছিলেন। বর্তমানে সেখানে তিনি কর্মরত রয়েছেন।
এত বছর পর তাথৈ সম্পর্কে বর্তমান আপডেট শেয়ার করেছেন তার সহকর্মী অরিত্র দত্ত বনিক। ডান্স বাংলা ডান্সের নতুন সিজন শুরু হওয়ার পর নস্টালজিক হয়ে পড়েছিলেন তিনিও। অরিত্র জানিয়েছেন তার আরেক সহকর্মী সুরঙ্গনা বর্তমানে একজন গায়িকা এবং অভিনেত্রী হিসেবে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে।